টেলিযোগাযোগ সেক্টরে সস্তা রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে জিওর নাম প্রথমেই আসে। ভারতের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিগুলি জিও। টেলিকম ইন্ড্রাস্ট্রিতে শেষ কয়েক বছরে রীতিমত আধিপত্য বিস্তার করেছে মুকেশ আম্বানির জিও কোম্পানি। এই জিও কোম্পানি মার্কেট রেটের তুলনায় অনেক সস্তা মূল্যে রিচার্জ প্ল্যান এনে দেশবাসীর মন জয় করে নিয়েছেন। এই কোম্পানির হাত ধরেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে শিখেছে ভারতবাসী। গ্রাহকদের চাহিদা পূরণে জিও সবসময়ই সাশ্রয়ী মূল্যের প্ল্যান লঞ্চ করে থাকে। জিও গ্রাহকদের জন্য দারুন খবর এসেছে। আপনার যদি ডেটা শেষ হয়ে যায় এবং আপনার আরও ডেটার প্রয়োজন হয়, তাহলে Jio-এর কাছে আপনার জন্য ৫ টি দুর্দান্ত ডেটা টপআপ প্ল্যান রয়েছে। এগুলি মাত্র ১৫ টাকা থেকে শুরু হয় এবং ৬১ টাকা পর্যন্ত আছে। এই ডেটা টপআপ প্ল্যানে ১ জিবি থেকে ৬ জিবি পর্যন্ত ডেটা পাওয়া যায়। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
১) ১৫ টাকার প্ল্যান:
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএতে আপনি অতিরিক্ত ১ জিবি ইন্টারনেট পাবেন। এই প্ল্যানের বৈধতা আপনার বিদ্যমান প্ল্যানের সমান। আপনার দৈনন্দিন ডাটা শেষ হয়ে যাওয়ার পর এই অতিরিক্ত ডাটা খরচ করতে পারবেন।
২) ১৯ টাকার প্ল্যান:
১৯ টাকায় আপনি অতিরিক্ত ১.৫ জিবি ইন্টারনেট পাবেন। এই প্ল্যানের বৈধতা আপনার বিদ্যমান প্ল্যানের সমান। আপনার দৈনন্দিন ডাটা শেষ হয়ে যাওয়ার পর এই অতিরিক্ত ডাটা খরচ করতে পারবেন।
৩) ২৫ টাকার প্ল্যান:
আপনি অতিরিক্ত ২ জিবি ইন্টারনেট পাবেন। এই প্ল্যানের বৈধতা আপনার বিদ্যমান প্ল্যানের সমান। আপনার দৈনন্দিন ডাটা শেষ হয়ে যাওয়ার পর এই অতিরিক্ত ডাটা খরচ করতে পারবেন। কিন্তু এতে আপনি কল এবং মেসেজের কোনো সুবিধা পাবেন না।
৪) ২৯ টাকার প্ল্যান:
আপনি অতিরিক্ত ২.৫ জিবি ইন্টারনেট পাবেন। এই প্ল্যানের বৈধতা আপনার বিদ্যমান প্ল্যানের সমান। আপনার দৈনন্দিন ডাটা শেষ হয়ে যাওয়ার পর এই অতিরিক্ত ডাটা খরচ করতে পারবেন।
৫) ৬১ টাকার প্ল্যান:
এই ৬১ টাকার প্ল্যানে আপনি অতিরিক্ত ৬ জিবি ইন্টারনেট ডাটা পাবেন। এটিরও প্ল্যানের বৈধতা আপনার বিদ্যমান প্ল্যানের সমান। আপনার দৈনন্দিন ডাটা শেষ হয়ে যাওয়ার পর এই অতিরিক্ত ডাটা খরচ করতে পারবেন। এতেও আপনি কল এবং মেসেজের কোনো সুবিধা পাবেন না।