Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজ রিচার্জ করলে ২০২৬-এর মার্চ পর্যন্ত ফ্রি! Jio দূর করল কোটি কোটি গ্রাহকের চিন্তা

রিচার্জ নিয়ে চিন্তার দিন শেষ! গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio তাদের প্রিপেড রিচার্জ প্ল্যানের লাইনআপে একটি দারুণ সাশ্রয়ী রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। সংস্থার তরফে…

Avatar

রিচার্জ নিয়ে চিন্তার দিন শেষ! গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio তাদের প্রিপেড রিচার্জ প্ল্যানের লাইনআপে একটি দারুণ সাশ্রয়ী রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, গ্রাহকরা যদি এই প্ল্যানটি একবার কিনে নেন, তাহলে ২০২৬ সাল পর্যন্ত রিচার্জের ঝামেলা থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যাবেন। হ্যাঁ, আজকের এই প্রতিবেদনের মূল আলোচ্য বিষয় হলো Jio-র ১ বছরের বৈধতা সম্পন্ন একটি অসাধারণ রিচার্জ প্ল্যান।

এক রিচার্জেই ঝামেলা কমবে

গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে আম্বানি পরিচালিত এই সংস্থা বছরের বিভিন্ন সময়ে নতুন নতুন রিচার্জ প্ল্যান এবং আকর্ষক অফার নিয়ে আসে। এই প্ল্যানগুলির মধ্যে Jio তাদের মূল্যবান গ্রাহকদের জন্য এমন একটি রিচার্জ প্ল্যান চালু করেছে, যা একবার রিচার্জ করলেই আগামী ১ বছরের জন্য মোবাইল রিচার্জ নিয়ে কোনও চিন্তা করতে হবে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখ্য, সংস্থার প্রিপেড প্ল্যানের তালিকায় রয়েছে ৩৫৯৯ টাকার একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান, যার বৈধতা ১ বছর। এটি গ্রাহকদের মোবাইল রিচার্জ সংক্রান্ত সব সমস্যা থেকে আগামী ১ বছর পর্যন্ত মুক্তি দেবে।

৩৫৯৯ টাকার প্ল্যানের সুবিধা

Jio-র প্রিপেড প্ল্যানের তালিকায় থাকা এই ৩৫৯৯ টাকার প্ল্যানটি ৩৬৫ দিনের বৈধতা সহ আসে। এটি একবার রিচার্জ করলে দীর্ঘ সময়ের জন্য রিচার্জের ঝক্কি থেকে মুক্তি পাওয়া যাবে। তাহলে এই প্ল্যানে কী কী সুবিধা মিলবে?
Jio এই রিচার্জ প্ল্যানে দিচ্ছে প্রতিদিন ২.৫ জিবি ডেটা, দৈনিক ১০০টি এসএমএস, এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা। জানা গেছে, এই প্ল্যানে গ্রাহকরা মোট ৯১২.৫ জিবি ডেটা পাবেন। সংস্থার তরফে জানানো হয়েছে, দৈনিক ডেটা কোটা শেষ হয়ে গেলেও ব্যবহারকারীরা ৬৪ কেবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

JioHotstar সাবস্ক্রিপশন ও অন্যান্য সুবিধা

Jio তাদের কোটি কোটি গ্রাহকদের জন্য এই ৩৫৯৯ টাকার বার্ষিক রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিং, দৈনিক ১০০ এসএমএস, এবং প্রতিদিন ২.৫ জিবি ডেটার পাশাপাশি ৯০ দিনের JioHotstar সাবস্ক্রিপশন দিচ্ছে।

তবে, এই ১ বছরের প্ল্যানে পাওয়া JioHotstar সাবস্ক্রিপশন শুধুমাত্র মোবাইল ফোনে বৈধ। ল্যাপটপ বা কম্পিউটারে এই সুবিধা উপভোগ করা যাবে না। এছাড়াও, অতিরিক্ত সুবিধা হিসেবে এই ৩৫৯৯ টাকার প্ল্যানে Jio ৫০ জিবি AI ক্লাউড স্টোরেজও দিচ্ছে।

About Author