Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পাবেন ফ্রী ইন্টারনেট ও ভয়েস কলিং-এর সুবিধা, ১০০ টাকার কমে দুর্দান্ত প্ল্যান আনল Jio

Jio তাদের গ্রাহকদের জন্য অত্যন্ত সস্তায় নেট অফার করার জন্য বিখ্যাত। ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা হবার পাশাপাশি এটি ভারতের সব থেকে সস্তা টেলিকম নেটওয়ার্কের মধ্যে একটি। আপনি যদি Jio…

Avatar

Jio তাদের গ্রাহকদের জন্য অত্যন্ত সস্তায় নেট অফার করার জন্য বিখ্যাত। ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা হবার পাশাপাশি এটি ভারতের সব থেকে সস্তা টেলিকম নেটওয়ার্কের মধ্যে একটি। আপনি যদি Jio এর ফিচার ফোন JioPhone ব্যবহার করেন তাহলে আপনার জন্য Jio অফার করে বেশ কিছু দুর্দান্ত প্ল্যান। এবং এগুলোর দাম শুরু হয় ১০০ টাকার কম থেকেই। অবাক করা বিষয় না? আসুন এই সমস্ত প্ল্যানের তালিকায় একটা নজর দেওয়া যাক।

মাত্র ৪৯ টাকার বিনিময়ে ২৮ দিনের জন্য গ্রাহকরা ইন্টারনেট এবং কলিং বেনিফিট ব্যবহার করতে পারতেন কদিন আগে অবধি। কিন্তু এবারে সেই দাম বাড়িয়ে ৭৫ টাকা করে দেওয়া হয়েছে। এছাড়াও যদি ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ শেষ হয়ে যায়, তাহলেও আপনার আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পাবেন। আসুন দেখে নেওয়া যাক জিও ফোনের একাধিক চমৎকার প্ল্যান

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

All in One সেকশনে জিও ফোন ব্যবহারকারীরা পেয়ে যান আনলিমিটেড কম্ব প্ল্যানের অফার। এখানে গ্রাহকদের ৭৫ টাকা থেকে ১৮৫ টাকা পর্যন্ত রিচার্জ প্ল্যান অফার করা হয়। দেশের যে কোন নেটওয়ার্কে আপনারা আনলিমিটেড কলিং সহ প্রত্যেকদিন ১০০ এমবি করে ইন্টারনেট এবং ৫০ টি করে এসএমএস বিনামূল্যে করতে পারবেন এই প্ল্যান রিচার্জ করালে।

১২৫ টাকার প্ল্যানে আপনাদের অফার করা হয় আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ৫০০ এমবি ডেটা, ৩০০টি করে এসএমএস। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। অন্যদিকে ১৫৫ টাকার প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ১ জিবি করে ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, ১০০ করে এস এম এস পাঠানোর সুযোগ পাচ্ছেন। সবথেকে লাভজনক হলো ১৮৫ টাকার প্ল্যান। এখানে আপনারা পাবেন প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট, আনলিমিটেড ভয়েস কলিং সহ প্রত্যেকদিন ১০০টি করে এসএমএস করার সুযোগ। এছাড়াও জিওর সমস্ত অ্যাপ্লিকেশনের সাপোর্ট তো আছেই।

About Author