জনপ্রিয় টেলিকম সংস্থা Jio তার গ্রাহকদের একের পর এক লোভনীয় প্রিপেইড প্ল্যান অফার করছে। কোনও প্ল্যানে দেওয়া হচ্ছে অতিরিক্ত ডেটা, কোনও প্ল্যানে দেওয়া হচ্ছে বেশি বৈধতা। সম্প্রতি বেশ কিছু প্ল্যানে ফ্রি ১০ জিবি ডেটা ও অফার করছে কোম্পানি। এই সমস্ত প্ল্যানে রয়েছে ফ্রি কলিং এর সুবিধার সাথে ফ্রি sms। এছাড়া কিছু প্ল্যান গ্রাহকদের দেওয়া হচ্ছে Disney+hotstar এর VIP সাবস্ক্রিপশনও। চলুন জানা যাক Jio এর এমন দুটি প্ল্যান সম্পর্কে,
Jio এর ৪০১ টাকার প্ল্যান
Jio এর এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। তাছাড়াও প্রতিদিনের ৩ জিবি ডেটার সুবিধা তো আছেই। সেখানেই শেষ ৬ জিবি ডেটা অফার করা হচ্ছে। সমস্ত কিছু মিলিয়ে গ্রাহকদের দেওয়া হচ্ছে মোট ৯০ জিবি হাই স্পিড ডেটা। এর সাথে রয়েছে আনলিমিটেড কলিং এর সুবিধাও। সেখানেই শেষ নেয়, রয়েছে ১০০ sms এর সুবিধা। অন্যান্য সুবিধার মধ্যে Disney+ Hostar এবং সমস্ত জিও অ্যাপের সাবস্ক্রিপশনও অফার করছে কোম্পানি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowJio এর ৭৭৭ টাকার প্ল্যান
এই প্ল্যানে গ্রাহক পেতে চলেছেন প্রতিদিন ১.৫ জিবি ডেটা। প্ল্যানটির বৈধতা দেওয়া হয়েছে ৮৪ দিন। এই প্ল্যানে গ্রাহক পাবেন অতিরিক্ত ৫জিবি ডেটা। এর সাথে রয়েছে আনলিমিটেড কলিং এর সুবিধাও। সেখানেই শেষ নেয়, রয়েছে ১০০ sms এর সুবিধা। অন্যান্য সুবিধার মধ্যে Disney+ Hostar এবং সমস্ত জিও অ্যাপের সাবস্ক্রিপশনও অফার করছে কোম্পানি।