এই মুহূর্তে ভারতের বাজারে যে কয়টি টেলিকমিউনিকেশন সংস্থা নিজেদের ব্যবসা বাড়িয়ে চলেছে তার মধ্যে রিলায়েন্স জিও রয়েছে সবার প্রথম সারিতে। বিগত কয়েক বছরে ফুলে ফেঁপে উঠেছে এই সংস্থাটি। একের পর এক চোখ ধাঁধানো রিচার্জ পরিকল্পনা ঘোষণা করে ভারতের বাজার থেকে নিজেদের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলিকে প্রায় উচ্ছেদ করেছে রিলায়েন্স জিও। আপনি জানলে অবাক হবেন, এই মুহূর্তে ভারতে প্রায় ৪০ কোটির বেশি মানুষ রিলায়েন্স জিও-র কানেকশন ব্যবহার করেন।
যদিও মুকেশ আম্বানির এই সংস্থাটির সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে এয়ারটেল-ভিআই সহ একাধিক সংস্থা। তবে অত্যাধুনিক ফির্চাস এবং সহজলভ্য ইন্টারনেটের কারণে আজকের দিনে বেশিরভাগ মানুষ নির্ভরশীল হয়ে উঠেছেন রিলায়েন্স জিও-র ওপর। আমরা আপনাদের বলি, ২০১৬ সালে প্রথমবারের মতো গ্রাহকদের জন্য জলের দরে ইন্টারনেট অফার করে টেলিকমিউনিকেশন সেক্টরে পদার্পণ করে মুকেশ আম্বানির এই সংস্থাটি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য রিলায়েন্স জিও-র এমন একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে এসেছি, যেটি জানার পর সারা বছরের রিচার্জ করার দুশ্চিন্তা থেকে চিরতরে মুক্তি পাবেন আপনি। সম্প্রতি জিও তাদের গ্রাহকদের জন্য ২৫৪৫ টাকার রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে। এই পরিকল্পনার অধীনে গ্রাহক ৩৩৬ দিনের বৈধতা সহ প্রতিদিন ১.৫জিবি হাই-স্পিড ইন্টারনেট এবং আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা পাবেন। এছাড়া আনলিমিটেড ৫জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহক। পাশাপাশি দৈনিক ১০০ এসএমএস-এর সাথে JioTV, JioCinema, JioCloud-এর মত গুরুত্বপূর্ণ অ্যাপলিকেশনে সব্সক্রিপশনও পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।