টেক বার্তা

JIO: নতুন প্ল্যান লঞ্চ করল জিও, বিদেশেও আনলিমিটেড কল-ইন্টারনেট

মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও নতুন আন্তর্জাতিক রোমিং প্যাক লঞ্চ করেছে। ৬০টি দেশের জন্য এই প্ল্যানগুলো নিয়ে এসেছে জিও।

Advertisement
Advertisement

মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও নতুন আন্তর্জাতিক রোমিং প্যাক লঞ্চ করেছে। এই প্ল্যানগুলিতে অনেক সুবিধা দেওয়া হচ্ছে। ৬০টি দেশের জন্য এই প্ল্যানগুলো নিয়ে এসেছে জিও। ইনকামিং এবং আউটগোয়িং ফোন কলের পাশাপাশি বিনামূল্যে ডেটা এবং এসএমএস করার সুবিধা পাবেন গ্রাহকরা। জেনে নেওয়া যাক কোন দেশে জিও কেমন প্ল্যান চালু করেছে-

Advertisement
Advertisement

কানাডা

১৬৯১ টাকার প্ল্যানে ব্যবহারকারীরা সর্বাধিক ১৪ দিনের বৈধতা পাবেন। থাকছে ১০০ মিনিট কল করার সুবিধা। এ ছাড়া ৫০টি মেসেজ ও ৫ জিবি ডেটা পাওয়া যাবে। জিও-র ২৮৮১ টাকার প্ল্যানে ১৫০ মিনিট কলিংয়ের সুবিধা রয়েছে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন। বিনামূল্যে ১০০ টি এসএমএস করার সুবিধা পাওয়া যাবে।

Advertisement

থাইল্যান্ড

জিও-র ১৫৫১ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ১৪ দিনের। এতে বিনামূল্যে মেসেজিং এবং ১০০ মিনিট কলিংয়ের সঙ্গে ৬ জিবি ডেটা পরিষেবা পাওয়া যাবে। ২৮৫১ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন। এই প্ল্যানটি ১৫০ মিনিটের কলিংয় ফিচারের সঙ্গে পাওয়া যাবে। এতে ১২ জিবি ডেটা এবং ফ্রি ১০০টি এসএমএস সুবিধা রয়েছে।

Advertisement
Advertisement

সংযুক্ত আরব আমিরশাহি

জিও-র ৮৯৮ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৭ দিন। এই প্ল্যানে ব্যবহারকারীরা ১০০ মিনিট ইনকামিং কলিং এবং ১০০ মিনিট আউটগোয়িং কলিং পাবেন। এছাড়াও ১০০টি এসএমএসের সঙ্গে ১ জিবি ডেটা দেওয়া হবে। জিও-র ১৫৯৮ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ১৪ দিন। রয়েছে ১৫০ মিনিট কল করার সুবিধা। এই প্ল্যানে আনলিমিটেড ফ্রি ইনকামিং এসএমএস সহ ১০০ টি এসএমএস সুবিধা দেওয়া হবে। এ ছাড়া এই প্ল্যানে ৩ জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হবে। জিও-র ২৯৯৮ টাকার রোমিং প্ল্যানের ভ্যালিডিটি ২১ দিনের। এই প্ল্যানে ২৫০ মিনিট ইনকামিং পাওয়া যাবে। ৭জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। ১০০টি আউটগোয়িং এসএমএস, আনলিমিটেড ইনকামিং এসএমএস পরিষেবা দেওয়া হচ্ছে।

সৌদি আরব

জিওর ৮৯১ টাকার প্ল্যানে ৭ দিনের ভ্যালিডিটি দিচ্ছে। এই প্ল্যানে ১০০ মিনিট কল করা যাবে। বিনামূল্যে ইনকামিং মেসেজিং এবং ১ জিবি ডেটা পরিষেবা পাওয়া যাবে। জিওর ১২৯১ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ১৪ দিন। এই প্ল্যানে ১০০ মিনিট কল করা যাবে। এছাড়াও আনলিমিটেড ফ্রি ইনকামিং মেসেজিং, ৫০টি আউটগোয়িং মেসেজ ও ২ জিবি ডেটা দেওয়া হচ্ছে। অন্য দিকে ২৮৯১ টাকার প্ল্যানের বৈধতা ৩০ দিনের। এই প্ল্যানে ১৫০ মিনিট কল করা হচ্ছে। এছাড়াও ৫ জিবি ডেটা এবং ১০০ টি আউটগোয়িং এসএমএস পাওয়া জাচ্ছে।

ইউরোপের ৩২টি দেশের জন্য জিও প্ল্যান

জিওর ২৮৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন। এই প্ল্যানের সাহায্যে ১০০ মিনিট কল করা যাবে। এছাড়াও দেওয়া হচ্ছে আনলিমিটেড ফ্রি মেসেজিং ও ৫ জিবি ডেটা।

ক্যারিবিয়ান দেশগুলির জন্য জিওর রোমিং প্ল্যান

জিও-র ১৬৭১ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ১৪ দিন। এতে থাকবে ১৫০ মিনিট আউটগোয়িং ও ৫০ মিনিট ইনকামিং কলিং সুবিধা। এছাড়াও দেওয়া হবে আনলিমিটেড এসএমএস ও ১ জিবি ডেটা। জিও-র ৩৮৫১ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন। এই প্ল্যানে ২০০ মিনিট আউটগোয়িং এবং ৫০ মিনিট ইনকামিং কলিং সুবিধা রয়েছে। এছাড়াও এই প্ল্যানে ৪ জিবি ডেটা এবং ১০০ টি এসএমএস সুবিধা দেওয়া হচ্ছে। ক্যারিবিয়ান অঞ্চলের ২৪টি দেশে ইন-ফ্লাইট কলিং সুবিধা দেওয়া হচ্ছে। এর আওতায় গ্রাহকরা ফ্লাইটে ১০০ মিনিট ভয়েস কলিং, ১০০ এসএমএস এবং ২৫০ এমবি ডেটা উপভোগ করতে পারবেন।

 

Related Articles

Back to top button