Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র 799 EMI-তে জিওর ইলেকট্রিক সাইকেল, এক চার্জে চলবে 200 কিমি – Jio Electric Cycle

ভারতের ইলেকট্রিক ভেহিকল (EV) বাজারে আবারও আলোড়ন ফেলে দিল জিও। এবার ৭৯৯ টাকার মাসিক EMI-তেই লঞ্চ করা হল জিও ইলেকট্রিক সাইকেল। সাশ্রয়ী দাম, আধুনিক ডিজাইন এবং এক চার্জে ৮০ কিমি…

Avatar

ভারতের ইলেকট্রিক ভেহিকল (EV) বাজারে আবারও আলোড়ন ফেলে দিল জিও। এবার ৭৯৯ টাকার মাসিক EMI-তেই লঞ্চ করা হল জিও ইলেকট্রিক সাইকেল। সাশ্রয়ী দাম, আধুনিক ডিজাইন এবং এক চার্জে ৮০ কিমি চলার সুবিধার কারণে এটি সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে কলেজ ছাত্রছাত্রী এবং গ্রামীণ ব্যবহারকারীদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।

সাশ্রয়ী মূল্যে আধুনিক পরিবহন

সাধারণত ইলেকট্রিক ভেহিকলের দাম বেশি হওয়ায় অনেকেই কেনা থেকে বিরত থাকেন। কিন্তু জিও তাদের টেলিকম ব্যবসার মতোই আবারও কম খরচে অত্যাধুনিক প্রযুক্তি দেওয়ার কৌশল নিয়েছে। ৭৯৯ টাকার EMI-তে এই সাইকেল পাওয়া যাওয়ায় শহর কিংবা গ্রামে যে কেউ সহজেই এটি কিনতে পারবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ৮০ কিমি রেঞ্জ

জিও ই-সাইকেলের অন্যতম বড় বৈশিষ্ট্য হল এর ব্যাটারি। উন্নত লিথিয়াম-আয়ন প্রযুক্তির কারণে ব্যাটারিটি দ্রুত চার্জ হয় এবং টেকসই। মাত্র ৩-৪ ঘণ্টায় পুরো চার্জ হয়ে যায়, যা এক সপ্তাহের দৈনন্দিন যাতায়াতের জন্য যথেষ্ট। অফিস যাওয়া, স্কুলে বা টিউশনে যাতায়াত কিংবা ছোটখাটো ব্যবসার কাজে এটি যথেষ্ট নির্ভরযোগ্য।

আধুনিক ডিজাইন ও ফিচার

সাইকেলের ফ্রেম তৈরি হয়েছে হালকা অথচ মজবুত অ্যালয় দিয়ে। এতে রয়েছে LED লাইট, ডিজিটাল ডিসপ্লে, এবং একাধিক কালার অপশন। আরও আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে—

  • ব্যাটারি, স্পিড ও দূরত্ব দেখার জন্য ডিজিটাল ডিসপ্লে

  • মোবাইল চার্জ করার জন্য USB পোর্ট

  • অ্যান্টি-থেফট লক সিস্টেম

  • পেডাল-অ্যাসিস্ট মোড

এগুলো একে কেবল সাধারণ সাইকেল নয়, বরং স্মার্ট ভেহিকল করে তুলেছে।

পরিবেশবান্ধব সমাধান

শূন্য নির্গমন এবং সম্পূর্ণ ব্যাটারি-চালিত হওয়ায় এটি পরিবেশবান্ধব। জিও ই-সাইকেল ব্যবহারে জ্বালানি খরচ কমবে এবং বায়ুদূষণও হ্রাস পাবে। ভারতের সবুজ শক্তি লক্ষ্যে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

খরচে সাশ্রয়ী

পেট্রোল স্কুটার বা বাইকের তুলনায় এর রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম। চার্জিং খরচ কয়েক টাকার মধ্যেই সীমাবদ্ধ, যেখানে একই দূরত্বে পেট্রোলে খরচ হয় শতাধিক টাকা। ফলে দীর্ঘমেয়াদে এটি ব্যবহারকারীর হাজার হাজার টাকা সাশ্রয় করবে।

শহর ও গ্রামে সমান জনপ্রিয়

গ্রামীণ অঞ্চলে যেখানে চার্জিং স্টেশন কম, সেখানে ঘরে বসেই সাধারণ প্লাগে চার্জ দেওয়ার সুবিধা বড় ভূমিকা রাখবে। শহরে এটি শেষ মাইল কানেক্টিভিটি ও অফিস কমিউটের জন্য আদর্শ।

প্রতিদ্বন্দ্বী বাজারে চাপ

হিরো ইলেকট্রিক, ওলা ইলেকট্রিক কিংবা এথার এনার্জির মতো ব্র্যান্ডের জন্য এটি চ্যালেঞ্জ তৈরি করেছে। যেখানে অধিকাংশ ই-স্কুটার ৭০ হাজার টাকার উপরে, সেখানে জিওর সাব-৪০ হাজার মূল্যের প্রোডাক্ট বাজারে বড় পরিবর্তন আনতে পারে।

About Author