Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Jio Electric Cycle 2025: মাত্র 27,999 থেকে স্মার্ট E-Cycle, এক চার্জে চলবে 60KM

শহুরে যাতায়াতের জন্য কম খরচে স্মার্ট সমাধান নিয়ে হাজির হল জিও। সংস্থাটি সম্প্রতি উন্মোচন করেছে Jio Electric Cycle 2025, যা একদিকে পরিবেশবান্ধব আবার অন্যদিকে বাজেট-সাশ্রয়ী। শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী,…

Avatar

শহুরে যাতায়াতের জন্য কম খরচে স্মার্ট সমাধান নিয়ে হাজির হল জিও। সংস্থাটি সম্প্রতি উন্মোচন করেছে Jio Electric Cycle 2025, যা একদিকে পরিবেশবান্ধব আবার অন্যদিকে বাজেট-সাশ্রয়ী। শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী, এমনকি ফিটনেসপ্রেমী রাইডারদের কথা মাথায় রেখেই এই সাইকেল বাজারে আনা হয়েছে।

আধুনিক ডিজাইন ও হালকা কাঠামো

নতুন ই-সাইকেলের অন্যতম আকর্ষণ এর আধুনিক ও হালকা ফ্রেম। শহরের রাস্তায় সহজে চালানো যায় এমন আরামদায়ক ও আর্গোনমিক ডিজাইন এতে ব্যবহার করা হয়েছে। যারা প্রতিদিনের কলেজ বা অফিস যাতায়াতের জন্য স্মার্ট রাইড খুঁজছেন, তাঁদের কাছে এটি কার্যকরী সমাধান হতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পারফরম্যান্স ও রেঞ্জ

জিও ইলেকট্রিক সাইকেল ২০২৫ একটি শক্তিশালী ব্যাটারির সাহায্যে চলে। একবার চার্জে এটি ৬০ কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে পারে। দৈনন্দিন শহুরে ব্যবহারের জন্য এই রেঞ্জ যথেষ্ট বলেই দাবি করা হচ্ছে। গতি, আরাম ও দক্ষতার মধ্যে একটি সুষম ভারসাম্য রক্ষা করেছে সাইকেলটি।

স্মার্ট কানেক্টিভিটি ফিচার

স্মার্টফোন অ্যাপের মাধ্যমে রাইডাররা পেয়ে যাবেন দূরত্ব, ব্যাটারির চার্জ ও রাইডের পরিসংখ্যান সংক্রান্ত তথ্য। পাশাপাশি রয়েছে GPS-ভিত্তিক নেভিগেশন সাপোর্ট। ফলে শুধু যাতায়াত নয়, যাত্রাপথের প্রতিটি তথ্যও হাতের মুঠোয় থাকবে।

নিরাপত্তা ও আরাম

দৈনন্দিন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে সাইকেলটিতে যোগ করা হয়েছে ডিস্ক ব্রেক, LED হেডল্যাম্প এবং শক-অ্যাবজর্বিং সাসপেনশন। ফলে রাতের অন্ধকার কিংবা খানাখন্দে ভরা রাস্তাতেও নিরাপদে চলা সম্ভব।

দাম ও লক্ষ্যগোষ্ঠী

সাইকেলটির দাম ধরা হয়েছে ২৭,৯৯৯। সংস্থার দাবি, এত সাশ্রয়ী দামে এত ফিচারযুক্ত ইলেকট্রিক সাইকেল বাজারে বিরল। বাজেট-সচেতন শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীদের জন্য এটি একটি কার্যকরী বিকল্প হতে পারে। পাশাপাশি যারা স্বাস্থ্যসচেতন, তাঁদের জন্যও এটি এক অনন্য সঙ্গী।

কেন আলাদা এই সাইকেল

  • ৬০ কিমি রেঞ্জ এক চার্জে

  • হালকা ও আর্গোনমিক ফ্রেম

  • মোবাইল অ্যাপ-ভিত্তিক রাইড ট্র্যাকিং

  • ডিস্ক ব্রেক ও সাসপেনশনের মাধ্যমে সেফটি

  • তুলনামূলক সাশ্রয়ী দাম

টেকসই যাতায়াতের দুনিয়ায় নতুন অধ্যায় যোগ করল জিও ইলেকট্রিক সাইকেল ২০২৫। কম খরচে নিরাপদ ও স্মার্ট রাইড চান যাঁরা, তাঁদের জন্য এটি একটি কার্যকরী পছন্দ হয়ে উঠতে পারে। শহুরে জীবনের ভিড় ও দূষণের মধ্যে সবুজ পথে চলার জন্য এটাই হতে পারে আগামী দিনের সঙ্গী।

About Author