এই মুহূর্তে ভারতের বাজারে যে’কটি টেলিকমিউনিকেশন সংস্থা হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা প্রদান করে থাকে, তারমধ্যে Reliance jio অন্যতম। সবচেয়ে কম টাকার রিচার্জ প্ল্যানের পাশাপাশি এই সংস্থাটি গ্রাহকদের জন্য একাধিক সুবিধা প্রদান করে থাকে। এই নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, ভারতে প্রায় 40 কোটির বেশি মানুষ জিও নেটওয়ার্কের সাথে যুক্ত রয়েছে।
আজকের নিবন্ধে আমরা আপনাদের রিলায়েন্স জিওর সবচেয়ে দামদার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাতে চলেছি। যেখানে আপনি হাই-স্পিড ইন্টারনেট পরিষেবার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং করার সুবিধা পাবেন। শুধু তাই নয়, দুর্দান্ত এই রিচার্জ প্ল্যানে আপনি একাধিক ডিজিটাল অ্যাপ্লিকেশনের ফ্রি-সাবস্ক্রিপশন পাবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআমরা আপনাদের বলি, জিও গ্রাহকদের জন্য ৩টি নতুন পরিকল্পনা ঘোষণা করেছে সংস্থাটি। যেখানে ২৮ দিনের জন্য ৩৯৮ টাকার প্ল্যান, ৮৪ দিনের জন্য ১১৯৮ টাকার প্ল্যান এবং ৩৬৫ দিনের জন্য ৪৪৯৮ টাকার রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে সংস্থাটি। এই পরিকল্পনার অধীনে আপনি দৈনিক ২জিবি হাই-স্পিড 4G ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। পাশাপাশি, আনলিমিটেড 5G ইন্টারনেট উপভোগ করার সুযোগ পাবেন।
এক নজরে দেখে নিন, কোন কোন চ্যানেলে সাবস্ক্রিপশন পাবেন?
৩৯৮ টাকার পরিকল্পনায় আপনি ১২টি ডিজিটাল চ্যানেল এবং ১১৯৮ ও ৪৪৯৮ টাকার পরিকল্পনায় আপনি ১৪টি ডিজিটাল প্লাটফর্মের সাবস্ক্রিপশন পাবেন। Jio TV প্রিমিয়াম প্ল্যানের অধীনে, আপনি Jio Cinema Premium, Disney Plus Hotstar, Zee5, SonyLIV, প্রাইম ভিডিও, Lionsgate Play, Discovery Plus, SunNXT, Hoichoi, Planet Marathi-র মত গুরুত্বপূর্ণ চ্যানেল সম্পূর্ণ ফ্রি-তে উপভোগ করতে পারবেন।