Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ডিজনি + হটস্টারের সাবস্ক্রিপশন সমেত বিশ্বকাপ স্পেশাল রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে Jio

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ উপলক্ষে রিলায়েন্স জিও সমস্ত ক্রিকেট প্রেমীদের একটি বড় উপহার দিয়েছে। জিও বেশ কয়েকটি প্রিপেইড ক্রিকেট প্ল্যান চালু করেছে। জিও ৩২৮ টাকায় ২৮ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি…

Avatar

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ উপলক্ষে রিলায়েন্স জিও সমস্ত ক্রিকেট প্রেমীদের একটি বড় উপহার দিয়েছে। জিও বেশ কয়েকটি প্রিপেইড ক্রিকেট প্ল্যান চালু করেছে। জিও ৩২৮ টাকায় ২৮ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি ডেটা দিচ্ছে। এই সমস্ত প্ল্যানে ডিজনি + হটস্টারের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।জিও তার গ্রাহকদের জন্য একের পর এক লাভদায়ক প্ল্যান অফার করে থাকে। আসলে ভারতীয় বাজারে টেলিকম ব্যবসার মার্কেটে রেষারেষি খুব বেশি। গ্রাহক ধরে রাখতে এবং নতুন নতুন গ্রাহকদের আকৃষ্ট করার জন্য সব টেলিকম সার্ভিস কোম্পানি নতুন নতুন প্ল্যান অফার করে থাকে। তবে এখনও সাশ্রয়ী মূল্যের প্ল্যান দেওয়ার ব্যাপারে জিওর সুনাম রয়েছে। এছাড়াও বিশেষ বিশেষ সময়ে অতিরিক্ত কিছু সুবিধা দিয়ে থাকে রিলায়েন্স জিও। বছরের কোনো বিশেষ উদযাপন উপলক্ষ্যে কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয় বিশেষ রিচার্জ প্ল্যানের অফার। এখন ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে একাধিক আকর্ষণীয় অফার দিচ্ছে জিও।Jio recharge planমাঠে গিয়ে খেলার দেখার পাশাপাশি অনেকে বাড়ি বসে খেলা দেখতে পছন্দ করেন। ট্রেনে বাসে বসেও মানুষ খেলা দেখেন অনলাইনে। কম দামে যাতে মানুষ বিশ্বকাপের আনন্দ নিতে পারেন সে ব্যবস্থা করেছে জিও। প্রতিবেদনের শুরুতে একটি রিচার্জ প্ল্যানের কথা বলা হয়েছে। আরও একাধিক প্ল্যান জিও লঞ্চ করেছে।একই সঙ্গে ৩৮৮ টাকার ২৮ দিনের প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন ২ জিবি ডেটা দেওয়া হচ্ছে। এছাড়াও জিও ৮৪ দিন এবং ১ বছরের মেয়াদের প্ল্যানও দিচ্ছে। রিলায়েন্স জিও ৮৪ দিনের মেয়াদের জন্য দুটি প্ল্যান নিয়ে এসেছে। এটি ৭৫৮ টাকা এবং ৮০৮ টাকায় পাওয়া যাচ্ছে, যা প্রতিদিন যথাক্রমে ১.৫ জিবি এবং ২ জিবি ডেটা প্রদান করবে। ১ বছরের প্ল্যানের কথা বলতে গেলে, ৩১৭৮ টাকার প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটার পাশাপাশি ডিজনি + হটস্টার বিনামূল্যে পাওয়া যাবে।
About Author