Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Jio Recharge Plan: ৪৭৯ টাকায় জিওর সস্তা প্ল্যান, ৮৪ দিনের ভ্যালিডিটি, জানুন পুরোটা

রিলায়েন্স জিও এমন অনেক প্ল্যান দিচ্ছে যার ভ্যালিডিটি ৮৪ দিন। আপনিও যদি জিও-র লং ভ্যালিডিটি প্ল্যানের খোঁজে থাকেন, তাহলে এই প্ল্যানটি আপনার কাজে লাগতে পারে। জিও তার ৪৭৯ টাকার প্ল্যানে…

Avatar

রিলায়েন্স জিও এমন অনেক প্ল্যান দিচ্ছে যার ভ্যালিডিটি ৮৪ দিন। আপনিও যদি জিও-র লং ভ্যালিডিটি প্ল্যানের খোঁজে থাকেন, তাহলে এই প্ল্যানটি আপনার কাজে লাগতে পারে। জিও তার ৪৭৯ টাকার প্ল্যানে ৮৪ দিনের বৈধতা দেয়। আগে এই প্ল্যান ৩৯৫ টাকার ছিল, কিন্তু ডেটা প্ল্যানের রেট বাড়ার পর এই প্ল্যান হয়ে গেছে ৪৭৯ টাকা। আপনিও যদি জিও প্রিপেইড গ্রাহক হন এবং ৩ মাসের প্ল্যান দরকার হয় তাহলে ৪৭৯ টাকার প্ল্যানটি আপনার জন্য সেরা।

একদিনের দাম এখন ৬ টাকা

প্রতিদিন এই প্ল্যানের খরচ প্রায় ৬ টাকা, যা আগে ৫ টাকা ছিল। জিও-র ৪৭৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ৮৪ দিনের ভ্যালিডিটি পাবেন। রিলায়েন্স জিও-র ৪৭৯ টাকার প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য যারা দীর্ঘ বৈধতার প্ল্যান নিতে পছন্দ করেন। ৪৭৯ টাকার এই জিও প্ল্যানে গ্রাহকরা ইন্টারনেট ডেটা, কলিং এবং এসএমএস ছাড়াও অন্যান্য সুবিধা পাবেন। এতে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সুবিধা পাওয়া যাবে। আপনার ফোন এবং এলাকায় যদি ৫জি থাকে, তাহলে আপনিও এই প্ল্যানে ৫জি সেবা পাবেন। যারা নিজের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা খুঁজছেন তাদের জন্য এই পরিকল্পনাটি সেরা। এই প্ল্যানের একদিনের দাম এখন ৬ টাকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

jio cheap plan fro rs 479 84 days validity

জিও-র ৪৭৯ টাকার প্ল্যানের বৈশিষ্ট্য

আপনি যদি জিও-র নতুন ৪৭৯ টাকার প্ল্যানের কথা বলেন, তবে এই প্ল্যানটি দীর্ঘ বৈধতার ব্যবহারকারীদের জন্য সেরা। এর মেয়াদ ৮৪ দিন। এতে আপনাকে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধাও দেওয়া হয়। সম্পূর্ণ বৈধতার জন্য আপনাকে ১০০০ টি এসএমএস দেওয়া হবে। এতে আপনি জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন। এই প্ল্যানে ৮৪ দিনের জন্য ৬ জিবি ডেটা দেবে জিও।

About Author