Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Jio Recharge Plan: পুরনো সস্তার প্ল্যান ফিরিয়ে আনল Jio, ২০০ টাকার কমেই মিলবে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কল

১৮৯ টাকার মাসিক রিচার্জ প্ল্যান সত্যিই বেশ সাশ্রয়ী। Jio শুরু থেকেই তার গ্রাহকদের কম খরচে ইন্টারনেট পরিষেবা দিয়ে আসছে, এবং এটি সকলের জন্য পরিষ্কার। Jio-র নেটওয়ার্ক এবং সাশ্রয়ী দামের পরিষেবা…

Avatar

১৮৯ টাকার মাসিক রিচার্জ প্ল্যান সত্যিই বেশ সাশ্রয়ী। Jio শুরু থেকেই তার গ্রাহকদের কম খরচে ইন্টারনেট পরিষেবা দিয়ে আসছে, এবং এটি সকলের জন্য পরিষ্কার। Jio-র নেটওয়ার্ক এবং সাশ্রয়ী দামের পরিষেবা দেশের দুর্গম প্রান্তেও ইন্টারনেটের সুবিধা নিয়ে এসেছে, যা বেড়াতে গেলে আমাদের বুঝতে পারি।

এখন Jio-র সবচেয়ে সাশ্রয়ী মাসিক রিচার্জ প্ল্যানটি ফিরে এসেছে। এই প্ল্যানটি শুধুমাত্র MyJio অ্যাপেই পাওয়া যাবে এবং এর মূল্য ১৮৯ টাকা। এই প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি, ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ৩০০ এসএমএস পাওয়া যাবে এবং JioTV, JioCinema এবং JioCloud-এর সাবস্ক্রিপশনও থাকবে। তবে উল্লেখ্য, এই প্ল্যান নতুন নয়। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর নির্দেশে কল ওনলি প্ল্যান চালু হওয়ার পর এটি বন্ধ করে দেওয়া হয়েছিল, এবার তা ফিরিয়ে আনা হল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই প্ল্যানটি MyJio অ্যাপের Affordable Packs সেকশন থেকে ইউজাররা অ্যাক্সেস করতে পারবেন। এটি যাদের কম ডেটা সহ সাশ্রয়ী মাসিক প্ল্যান দরকার তাদের জন্য আদর্শ। এটি Jio-র ১৭৪৮ টাকা এবং ৪৪৮ টাকার ভয়েস ওনলি প্ল্যান থেকে পৃথক, কারণ এগুলোতে কোনও ডেটা সুবিধা নেই। কেউ কেউ বলতে পারেন যে Jio-র ১৭৪৮ টাকার প্ল্যানের মোট খরচ এই ১৮৯ টাকার প্ল্যানের তুলনায় কম। তবে, ইন্টারনেট ব্যবহারের সুবিধা ১৮৯ টাকার প্ল্যানকে অনন্য করে তুলেছে।

এই প্ল্যানে যদি কোনও ইউজার ২ জিবি ডেটা দ্রুত শেষ করে ফেলেন, তাহলেও তারা প্রয়োজন অনুসারে অতিরিক্ত ডেটা প্যাক যোগ করার সুযোগ পাবেন। এটি বিশেষ করে তাদের জন্য উপকারী যাদের মোবাইল ডেটার অতিরিক্ত প্রয়োজন। এই প্ল্যানটি সেই সব ব্যবহারকারীদের জন্য আদর্শ, যারা জিও সিমকে দ্বিতীয় নম্বর হিসাবে ব্যবহার করেন, যাদের বাড়িতে হাই-স্পিড ব্রডব্যান্ড আছে এবং যারা মোবাইল রিচার্জে বেশি খরচ করতে চান না।

About Author