টেলিকম পরিষেবায় বিপ্লব এনেছে জিও কর্তৃপক্ষ। ভয়েস কলিং, মেসেজ, ডেটা সব প্ল্যানগুলিকে সস্তায় উপলব্ধ করেছে তারা।গ্রাহকদের সুবিধার্থে আগের প্ল্যানগুলির সংস্করণ করে নতুন করে আনলো এই কর্তৃপক্ষ। দীর্ঘমেয়াদি কয়েকটি ডেটা প্ল্যান নতুন করে এনেছে তারা।সেগুলি হলো 1299, 2121, 4999 টাকার রিচার্জ প্ল্যান। গ্রাহকেরা উপকৃত হবেন এই প্ল্যানগুলিতে।
4999 টাকাঃ প্রতিদিন 1 জিবি ডেটা + 100 এসএমএস + জিও থেকে জিও আনলিমিটেড কল + 12000 মিনিট ননজিও কল + জিও অ্যাপ্লিকেশন সাবস্ক্রিপশন। ডেটা শেষ হয়ে গেলে স্পীড কমিয়ে 60kbps করে দেওয়া হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : মোবাইল ডেটার দাম ১০ গুণ বৃদ্ধি, ডেটার দাম নিয়ে টেলিকম সংস্থাগুলির সুপারিশ
2121 টাকাঃ প্রতিদিন 1.5 জিবি ডেটা + জিও থেকে জিও আনলিমিটেড কল + 100 এসএমএস + 12000 মিনিট ননজিও কল + জিও অ্যাপ্লিকেশন সাবস্ক্রিপশন। বৈধতা 336 দিন।
1299 টাকাঃ মোট 24 জিবি ডেটা + 3600 এসএমএস + জিও থেকে জিও আনলিমিটেড কল + 12000 মিনিট ননজিও কল + জিও অ্যাপ্লিকেশন সাবস্ক্রিপশন। বৈধতা 336 দিন।