Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন চমক, ঘরে বসে জনপ্রিয় মন্দিরের আরতি লাইভ দেখাবে JIO

প্রথম থেকেই জিও টেলিকম পরিষেবার জগতে এনেছিল একের পর এক চমক। কল, ডেটায় বিপ্লব এনেছে এই সংস্থা। ধীরে ধীরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায় এই নতুন কোম্পানি। এবার আরও একটি চমক…

Avatar

প্রথম থেকেই জিও টেলিকম পরিষেবার জগতে এনেছিল একের পর এক চমক। কল, ডেটায় বিপ্লব এনেছে এই সংস্থা। ধীরে ধীরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায় এই নতুন কোম্পানি। এবার আরও একটি চমক আনলো জিও কর্তৃপক্ষ। এখন থেকে ঘরে বসেই দর্শন করতে পারবেন চার ধাম।

জানা গেছে যে, উত্তরাখন্ডের চারটি ধামসহ আরও অন্যান্য জনপ্রিয় মন্দিরের আরতি লাইভ দেখাবে জিও। সম্প্রতি উত্তরাখণ্ড সরকারের জন্য নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে জিও কোম্পানি। এটির কাজ হবে বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনেত্রীর লাইভ আরতি দেখানো সাথে সাথে উত্তরাখণ্ডের অন্য ধর্মীয় স্থানের দর্শনও করাবে তারা। ফলে উপকৃত হবেন বহু মানুষ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ৪৯ এবং ৬৯ টাকায় দুটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হল JIO

এমন অনেকেই আছেন যারা চার ধাম দর্শন করতে চাইলেও বিভিন্ন কারণে হয়ে ওঠে না। এছাড়া প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী চারধাম দর্শনে যান, যার ফলে অনেকেই সুযোগ পাননা দর্শনের। সেই ভক্তদের জন্য রাজ্য সরকার আর জিও এক জোট হয়ে ভক্তদের জন্য অনলাইন আরতি দর্শনের সুযোগ করে দিতে চলেছে। এটি তাদের জন্য বিরাট বড় সুযোগ। এখন আর কষ্ট করে না গিয়ে বাড়ি বসেই পুন্যস্থান দর্শন করতে পারবেন তারা।

About Author