বাজার আসার পর থেকেই একের পর এক চমক দিয়ে এসেছে জিও। প্রথমে সম্পূর্ণ বিনামূল্যে কল ও ইন্টারনেট পরিষেবা দেওয়ার পর ধীরে ধীরে ন্যূনতম মূল্যে তা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে জিও। জিও-র প্ল্যানকে টেক্কা দিতে গিয়ে অন্যান্য টেলিকম সংস্থাগুলোর আজ দেওলিয়া অবস্থা। কিন্তু এরই মাঝে তাল কেটেছিল জিও-র প্ল্যানের মূল্যবৃদ্ধি। প্ল্যানের বাড়তে বাড়তে ক্রমেই তা সাধারণ মানুষের নাগালের বাইরে যাওয়ার উপক্রম দেখা দেয়।
এই নিয়ে গ্রাহকরা যখন সমস্যার সম্মুখীন হতে চলেছে, তখনই আবার নতুন প্ল্যান বাজারে নিয়ে এল জিও। এই নতুন অফারে দারুণ সুযোগ মিলবে গ্রাহকের। এবার থেকে নেটওয়ার্ক ছাড়াই কথা বলতে পারবে জিও-র গ্রাহকরা। এই নতুন প্ল্যানে বিনা নেটওয়ার্কেই ওয়াইফাই-এর সুবিধা পাওয়া যাবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : মাসে খরচ ২০০ টাকার থেকেও কম, জিও আনাল দুর্দান্ত একটি প্ল্যান
ওয়াইফাই কলিং-এর খুব সহজেই কথা সুযোগ নিয়ে এল গ্রাহকদের জন্য। যে কোন নেটওয়ার্কের ওয়াইফাই ব্যবহার করেই এই কলের সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে। জিও গ্রাহকরা চাইলে ওয়াইফাই কলিং-এর সময় ভিডিও কলও করতে পারবে। ১৫০-এরও বেশি ফোনে এই ওয়াইফাই কলিং-এর সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে জিও কর্তৃপক্ষ।