Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জিও-র বাম্পার অফার, জিও ব্যবহারকারীরা পাবেন ফ্রি রিচার্জ

মাত্র ১০ সেকেন্ডের একটি প্রতিযোগিতা যেখানে বিজয়ী পুরষ্কার হিসেবে পাবেন থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। সম্প্রতি এমনই একটা দুর্দান্ত প্রতিযোগিতার আয়োজন করেছে টেলিকম সংস্থা জিও। জিও ও স্ন্যাপচ্যাট ইন্ক (Snapchat Inc) মিলে…

Avatar

মাত্র ১০ সেকেন্ডের একটি প্রতিযোগিতা যেখানে বিজয়ী পুরষ্কার হিসেবে পাবেন থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। সম্প্রতি এমনই একটা দুর্দান্ত প্রতিযোগিতার আয়োজন করেছে টেলিকম সংস্থা জিও। জিও ও স্ন্যাপচ্যাট ইন্ক (Snapchat Inc) মিলে ব্যবহারকারীদের জন্য ‘Jio’s Got Talent’ লঞ্চ করেছে ৷

এই প্রতিযোগিতার পুরস্কার হিসেবে থাউল্যান্ড ট্রিপ ও এক মাসের ফ্রি রিচার্জ দেওয়া হবে। ২৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা ১০ সেকেন্ডের ক্রিয়েটিভ চ্যালেঞ্জ কে কেন্দ্র করে দেশের মধ্যে প্রথম প্রতিযোগিতা। স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা মজাদার ও ক্রিয়েটিভ উপায়ে নিজেদের ট্যালেন্ট দেখাতে পারবেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তবে Jio’s Got Talent এ যেভাবে অংশ নেওয়া যাবে সেটি হল জিও স্ন্যাপচ্যাট লেন্স ব্যবহার করে মাইক, হ্যাট, হেডফোন ও লাইট রিং প্রভৃতি বিভিন্ন প্রপ্স সিলেক্ট করে ১০ সেকেন্ডের ভিডিও রেকর্ড করতে হবে, এরপর অংশগ্রহণকারী নিজের স্ন্যাপচ্যাট বা স্ন্যাপকোডের ইউজারনেম ভিডিওতে লিখতে হবে এবং স্ন্যাপচ্যাটে ‘Our Story’ তে আপলোড করতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : কল করতে আর কোন টাকা লাগবে না, এই তিনটি উপায়ে আনলিমিটেড ভয়েস কল করুন

এই ১০ সেকেন্ডের ভিডিওটি যার সবচেয়ে মজাদার ও ক্রিয়েটিভ হবে তাকে দেওয়া হবে পুরস্কার। এর মাধ্যমে নিজেদের ট্যালেন্ট প্রদর্শন করার পাশাপাশি গ্র্যান্ড প্রাইজ হিসেবে বিজয়ীকে থাইল্যান্ড ট্রিপের জন্য দুটি টিকিট এবং ১০০ বেস্ট এন্ট্রিকে এক মাসের বিনামূল্যে জিও রিচার্জ দেওয়া হবে। তাই ফ্রী রিচার্জ পেতে এবং থাইল্যান্ড ট্রিপে যেতে হলে দেরি না করে অংশগ্রহণ করতে হবে বিখ্যাত টেলিকম সংস্থা জিও র ক্রিয়েটিভিটি প্রতিযোগিতা Jio’s Got Talent এ।

About Author