Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Jio Recharge Plan: জিওর নতুন প্ল্যানে তোলপাড়, ২০০ জিবি ডেটা, ফ্রি কল ও OTT

ডেটা শেষ হয়ে যাচ্ছে দ্রুত? কল রেট বাড়ছে? এবার স্বস্তির খবর আনল Jio। জনপ্রিয় টেলিকম সংস্থা Jio নিয়ে এল নতুন ₹৮৯৯-এর প্রিপেইড প্ল্যান, যা ৯০ দিন মেয়াদে দিচ্ছে প্রতিদিন ২…

Avatar

ডেটা শেষ হয়ে যাচ্ছে দ্রুত? কল রেট বাড়ছে? এবার স্বস্তির খবর আনল Jio। জনপ্রিয় টেলিকম সংস্থা Jio নিয়ে এল নতুন ₹৮৯৯-এর প্রিপেইড প্ল্যান, যা ৯০ দিন মেয়াদে দিচ্ছে প্রতিদিন ২ জিবি করে ডেটা, অতিরিক্ত ২০ জিবি বোনাস ডেটা, আনলিমিটেড কলিং এবং OTT সাবস্ক্রিপশন একসাথে।

এই প্ল্যানে গ্রাহকরা মোট প্রায় ২০০ জিবি ডেটা পেয়ে যাবেন তিন মাসের জন্য। প্রতিদিনের ব্যবহারে যাঁদের ইন্টারনেটের চাহিদা বেশি, তাঁদের জন্য এটি হতে পারে একটি দারুণ প্যাকেজ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কী কী সুবিধা থাকছে এই প্ল্যানে?

এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে প্রতিদিনের ২ জিবি ৪জি ডেটা তো থাকছেই, তার সঙ্গে অতিরিক্ত ২০ জিবি ডেটাও পাওয়া যাবে বোনাস হিসেবে। ফলে ৯০ দিনের মেয়াদে মোট ডেটার পরিমাণ দাঁড়াবে প্রায় ২০০ জিবি।

তবে এখানেই শেষ নয়। থাকছে আনলিমিটেড কলিং সুবিধা, অর্থাৎ দেশের যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে ফোন করা যাবে এই প্ল্যানের অন্তর্গত সময়কালে। এছাড়াও প্রতিদিন ১০০টি করে SMS পাঠানো যাবে।

ফাইভজি ইউজারদের জন্য বাড়তি চমক

যাঁরা Jio 5G ব্যবহার করেন, তাঁদের জন্য থাকছে unlimited 5G data ব্যবহারের সুযোগ। অর্থাৎ যাঁদের এলাকায় ৫জি পরিষেবা উপলব্ধ, তাঁরা এই প্ল্যানে ডেটা শেষ হওয়ার চিন্তা না করেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

OTT সাবস্ক্রিপশন ও ক্লাউড স্টোরেজ

এই রিচার্জ প্ল্যানের সঙ্গে গ্রাহকরা পাচ্ছেন JioTV, JioCinema ও JioCloud-এর ফ্রি এক্সেস। এর ফলে জনপ্রিয় সিনেমা, ওয়েব সিরিজ ও লাইভ টিভি দেখা যাবে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই। একই সঙ্গে JioCloud-এর মাধ্যমে ফোনের অতিরিক্ত ডেটা সেভ করে রাখা যাবে।

গ্রাহকদের প্রশ্ন ও উত্তর

১. এই প্ল্যানে ৫জি ডেটা কীভাবে পাওয়া যাবে?
যাঁদের ফোন ও এলাকা ৫জি-সাপোর্ট করে, তাঁরা স্বয়ংক্রিয়ভাবে আনলিমিটেড ৫জি সুবিধা পেয়ে যাবেন।

২. অতিরিক্ত ২০ জিবি বোনাস ডেটা কোথা থেকে পাওয়া যাবে?
এই বোনাস ডেটা রিচার্জের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে এবং অ্যাপ থেকে দেখা যাবে।

৩. OTT অ্যাক্সেস কতদিনের জন্য পাওয়া যাবে?
৯০ দিনের প্ল্যান পিরিয়ড জুড়ে JioTV, JioCinema এবং JioCloud ফ্রি ব্যবহার করা যাবে।

৪. প্ল্যানটি কীভাবে রিচার্জ করা যাবে?
MyJio অ্যাপ, Jio-র অফিসিয়াল ওয়েবসাইট অথবা অন্যান্য অনলাইন রিচার্জ প্ল্যাটফর্ম থেকে এটি রিচার্জ করা যাবে।

৫. SMS ব্যবহারে কোনো সীমা আছে কি?
হ্যাঁ, প্রতিদিন ১০০টি SMS পাঠানো যাবে এই প্ল্যানের অধীনে।

About Author