ফের কাশ্মীরকে অশান্ত করার কৌশল পাকিস্তানের। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করার দাবী নিয়ে অনুরোধ করতে যান তারা। এক সাংসদ যুদ্ধের দিনক্ষণও ঠিক করে দেন। এবার সেই তারিখেই জিহাদ ঘোষনা করার আর্জি জানায় তারা।
এক সাংসদ জমিয়াত ইলেমা-ই ইসলাম ফজল পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানায় আগামী ১০ ফেব্রুয়ারি দিনটি ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করা হোক।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপাকিস্তানের মাওলানা চিত্রালির দাবি, ভারতের সঙ্গে পাকিস্তানের এই যুদ্ধের ফলে কাশ্মীর নিয়ে সমস্ত সমস্যা মিটে যাবে। পাকিস্তান ও ভারতের মধ্যে কয়েক দশকের কাশ্মীর নিয়ে সমস্যায় হস্তক্ষেপ করবে তারা এবং সমাধান করতে বাধ্য করবে ভারতকে। এই দাবিকে সমর্থন করেছেন পাকিস্তানের সংসদের বেশ কয়েকজন সদস্য।
আরও পড়ুন : পিছু হাঁটল কেন্দ্র, দেশজুড়ে চালু হচ্ছে না NRC
পাকিস্তানের সাংসদদের দাবী, কাশ্মীরের জনগণকে মুক্তি দিতে ও উপমহাদেশ বিভক্তর অসম্পূর্ণ পরিকল্পনাকে সম্পুর্ন করতেই তাদের এই জিহাদের ডাক।
এদিন তিন ঘণ্টার দীর্ঘ বিধানসভা অধিবেশনের শেষে পাকিস্তানের সাংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলি মোহাম্মদ খান আবেগপ্রবণ হয়ে পরেন এবং পাকিস্তানকে ‘ভারতের উপর আক্রমণ চালিয়ে জম্মু ও কাশ্মীর দখল করার পরিকল্পনার’ আহ্বান জানান। অবশ্য পাক্ প্রধানমন্ত্রী ইমরান খান এখনও ভারতের বিরুদ্ধে জিহাদের আহ্বানে সাড়া দেননি এমনটাই সূত্রের খবর।