Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনের মাঝে ভাইরাল হলেন ‘ঝুমা বৌদি’, দেখুন ছবি

কৌশিক পোল্ল্যে: বেডরুম থেকে আরও একবার প্রকাশ্যে এলেন ঝুমা বৌদি। তৃতীয় দফার লকডাউনে নিজের সবচেয়ে প্রিয় স্থানটিতে একান্তে সময় কাটালেন অভিনেত্রী মোনালিসা। আমার, আপনার এবং আর পাঁচজনেই মতোই তারও প্রিয়…

Avatar

কৌশিক পোল্ল্যে: বেডরুম থেকে আরও একবার প্রকাশ্যে এলেন ঝুমা বৌদি। তৃতীয় দফার লকডাউনে নিজের সবচেয়ে প্রিয় স্থানটিতে একান্তে সময় কাটালেন অভিনেত্রী মোনালিসা। আমার, আপনার এবং আর পাঁচজনেই মতোই তারও প্রিয় স্থানটি বেডরুম। নিজের সঙ্গে সময় কাটতে এর থেকে ভালো জায়গা আর কি বা হতে পারে! তবে শুধুই সময় কাটাবেন আর ছবি তুলবেন না এমনটা কি হয়! ছবি দিয়েই খবরের শীর্ষে ঠাকুরপোদের প্রিয় ঝুমা বৌদি।

একটি কালো পোশাকের আবরনে আলগা ভঙ্গিমায় মোনালিসার সেই উষ্ণ লুক বাজিমাত করল নেটদুনিয়ায়। অগনিত ঠাকুরপোরা ছবি দেখেই কুপোকাত, আদরের বৌদিকে এমন মনমাতানো লুকে দেখেই খুশিতে ডগমগ তার অনুরাগীরা। বরাবরই নতুন কিছু করার প্রচেষ্টায় থাকা অভিনেত্রী কখনই নিরাশ করেন না ভক্তদের। তবু লকডাউনে প্রতিনিয়ত সকলকে বাড়িতে থাকার বার্তা দিয়ে যাচ্ছেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

লকডাউনে শ্যুটিং যেহেতু বন্ধ, তাই ছবি তোলার পাশাপাশি স্বামী বিক্রান্তের সঙ্গে টিকটক ভিডিয়োয় মেতে রয়েছেন অভিনেত্রী। এই বাংলায় তার ভক্তদের, থুরি ঠাকুরপোদের সংখ্যা নেহাত কম নয়। কারনটা তো সকলেরই জানা। ‘হইচই’এর ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো ২’ এই সুন্দরী অভিনেত্রীকে ছাড়া অসম্পূর্ন। বলা চলে এই সিরিজের কারনেই বাংলায় তার তুমুল জনপ্রিয়তা ও খ্যাতি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ভোজপুরি সিনেমাতে তিনি একটি চেনা মুখ, পাল্লা দিয়ে সারছেন বলিউডের কাজও।

জনপ্রিয় ধারাবাহিক ‘নজর’ এ তিনি ভয়ংকরী ‘মঞ্জুলিকা’র চরিত্রে অভিনয় করছেন। লকডাউন কেটে গেলেই ধারাবাহিকের কাজ পুনরায় শুরু হবে। এছাড়াও বিভিন্ন রিয়্যালিটি শো তে তাকে প্রায়শই দেখা যায়। ‘ভিগো’ প্রযোজিত ও ‘ভুট’ নিবেদিত কমেডি শো এ তাকে বিচারকের ভূমিকায় দেখা গিয়েছে।

About Author