Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিশ্বকাপে অনন্য রেকর্ড ঝুলন গোস্বামীর, ঝুলিতে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট

মহিলা বিশ্বকাপের ইতিহাসে অনন্য রেকর্ড গড়লেন বঙ্গ ললনা ঝুলন গোস্বামী। বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন বাংলার এই ক্রিকেটার। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমে ক্যারিবিয়ান ক্রিকেটার আনিসা মহম্মদকে সাজঘরে…

Avatar

মহিলা বিশ্বকাপের ইতিহাসে অনন্য রেকর্ড গড়লেন বঙ্গ ললনা ঝুলন গোস্বামী। বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন বাংলার এই ক্রিকেটার। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমে ক্যারিবিয়ান ক্রিকেটার আনিসা মহম্মদকে সাজঘরে ফিরে বিশ্বকাপের মঞ্চে ৪০ উইকেট দখল করলেন তিনি। আর এর সাথে সাথে ভেঙে দিলেন ৩৪ বছরের পুরানো রেকর্ড। এতদিন বিশ্বকাপের মঞ্চে ৩৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে নিজের নাম লিখে রেখেছিলেন লিন ফুলস্টন। তবে এবার তাকে টপকে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেট শিকারের তকমা কেড়ে নিলেন বাংলার এই বিধ্বংসী পেসার।আপনাদের জানিয়ে রাখি, চলতি বিশ্বকাপ ঝুলন গোস্বামী ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ। ২০০৫ সালে ভারতের জার্সিতে প্রথমবারের জন্য বিশ্বকাপ খেলেছিল ঝুলন গোস্বামী। এরপর ২০০৯, ২০১৩, ২০১৭ এবং চলতি বিশ্বকাপে খেলছেন ঝুলন গোস্বামী। মনে করা হচ্ছে ৩৯ বছর বয়সী ঝুলন গোস্বামীর এটাই সম্ভবত শেষ বিশ্বকাপ। আর শেষ বিশ্বকাপেই অনন্য ইতিহাস গড়লেন চাকদা এক্সপ্রেস।গত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬২ রানে পরাজিত টিম ইন্ডিয়া বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল। যেখানে প্রথমে ব্যাটিং করে ভারত ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করেছিল। দলের হয়ে স্মৃতি মন্ধনা এবং হারমানপ্রীত কৌর জোড়া সেঞ্চুরি করেন। ৩১৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ওপেনিং জুটিতে ১০০ রানের পার্টনারশিপ করে ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষে মাত্র ৬২ রানের মধ্যে ১০ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ফলশ্রুতিতে গ্রুপ পর্যায়ের তৃতীয় ম্যাচে ১৫৫ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত। ম্যাচ শেষে ম্যাচ সেরা হয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান স্মৃতি মন্ধনা। তবে সবাইকে অবাক করে দিয়ে স্মৃতি মন্ধনা সেরার পুরস্কার ভাগ করে নিয়েছেন হরমনপ্রীত কৌরের সঙ্গে।
About Author