Today Trending Newsদেশনিউজ

LIVE UPDATE : ঝাড়খণ্ডের নির্বাচনের লড়াইয়ে বিজেপিকে জোর টক্কর জেএমএম-কংগ্রেস জোট

Advertisement
Advertisement

ঝাড়খন্ডে এই মুহূর্তে পোস্টাল ব্যালটে ভোট গণনা হচ্ছে সকাল আটটা থেকে শুরু হয় ভোট গণনা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা।

Advertisement
Advertisement

11:01 : ভারতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, ঝাড়খন্ডে মোট ১২৬ টি ভোট NOTA য় পড়েছে।

Advertisement

10:46 : বাগোদরে বিনোদ কুমার সিং ২,১২৮ ভোটে এগিয়ে রয়েছেন। লড়াইয়ে বিজেপি দ্বিতীয় স্থানে রয়েছে।

Advertisement
Advertisement

10: 40 : RJD নেতা তেজশ্বী যাদব জানিয়েছে, “এই নির্বাচনে মহাগাটবন্ধনের “ক্লিন সুইপ” হতে চলেছে। আমরা হেমন্ত সোরেনের নেতৃত্বে লড়াই করেছি। তিনিই আমাদের মুখ্যমন্ত্রী হতে চলেছেন।”

10:11 : কংগ্রেস-জেএমএম-আরজেডি ৩৩ টি আসনে এগিয়ে, বিজেপি ২২ টিতে

9:52 : জামশেদপুর (পূর্ব) রঘুবার দাস ৩৪২ ভোটে এগিয়ে

9:33 : জেএমএম-কংগ্রেস এগিয়ে ৩৬ টি আসনে, বিজেপি এগিয়ে ৩৭ টি আসনে অন্যান্য এগিয়ে ৬ টিতে

9.25 : বিজেপি এবং জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের মধ্যে শক্ত লড়াই

8:57 : কংগ্রেস ও জে এমএম জোট এগিয়ে আছে ৩৯ টি আসনে, ২৭ টি আসনে এগিয়ে বিজেপি। অন্যান্যরা ৯ টিতে।

8:35 : এখনো পর্যন্ত মোট ৪০ টি আসনে এগিয়ে কংগ্রেস ও জেএমএম জোট, বিজেপি ২০ টি আসনে এবং অন্যান্যরা ৯ টিতে।

8:20 : আপাতত ৩৬ টি আসনে এগিয়ে কংগ্রেস ও যে এমএমজট বিজেপি এগিয়ে আছে মোট ১৫ টি আসনে, অন্যান্যরা ৬ টিতে। জামতারা ও দুমকায় এগিয়ে রয়েছে যথাক্রমে কংগ্রেস ও জেএমএম। দেওঘরে এগিয়ে আছে বিজেপি প্রার্থী।

Advertisement

Related Articles

Back to top button