Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Jeetu-Nabanita: ‘নাচ মেরি রানী’র সাথে মজার ভিডিও বানালেন জিতু-নবনীতা, ভাইরাল ভিডিও

জিতু কমল ও নবনীতা দাস টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় দুই মুখ। এই তারকা-জুটির বিবাহিত জীবন নিয়ে প্রায়ই চর্চা চলে মিডিয়াতে। তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে একাধিকবার গুজব রটেছে। তবে প্রতিবারই তারা সেই…

Avatar

জিতু কমল ও নবনীতা দাস টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় দুই মুখ। এই তারকা-জুটির বিবাহিত জীবন নিয়ে প্রায়ই চর্চা চলে মিডিয়াতে। তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে একাধিকবার গুজব রটেছে। তবে প্রতিবারই তারা সেই গুজব উড়িয়ে দিয়ে নিজেদের ভালো থাকার কথা জানিয়েছেন সকলকে। তবে সম্প্রতি একসাথে একটি মজার রিল ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায় রইল সেই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by jeetu🇮🇳 (@jeetu_kamal)

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ঘরের মধ্যে জিতু কমল একটা নীল রঙের হাতকাটা স্যান্ডো গেঞ্জি ও তোয়ালে এবং নবনীতা একটি লং টি-শার্ট পরে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার অন্যতম ট্রেন্ডিং ফানি ভার্শন ‘নাচ মেরি রানী’র সাথে একসাথে বানিয়েছেন ইনস্টারিল, যা এই মুহূর্তে নেটদুনিয়ায় নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে। একেবারে মজার ছলেই ভিডিওটি বানিয়েছেন এই দুই তারকা। সম্ভবত এখন তারা কোথাও ঘুরতে গিয়েছেন, সে কথা আগেই জানিয়েছিলেন তারা। তবে আপাতত তাদের এই ভিডিও দেখে রীতিমতো হেসে কুটোপাটি খাচ্ছেন নেটিজেনদের একাংশ।

জিতু কমলকে নিয়ে এখন চর্চা চলছে ঘরে ঘরে। অনীক দত্ত পরিচালিত ছবিতে সত্যজিৎ রায়ের চরিত্রে দেখা মিলবে তার। ছবিতে সত্যজিৎ রায় হিসেবে ভীষণভাবে মানিয়েছে জিতু কমলকে, তা মানছেন সকলেই। সত্যজিৎ রায় হিসেবে তার লুক রীতিমতো প্রশংসিত হয়েছে বুদ্ধিজীবী মহলেও। বলাই বাহুল্য, এই সাজে অভিনেতাকে এখন বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন সকলেই।

Jeetu-Nabanita: 'নাচ মেরি রানী'র সাথে মজার ভিডিও বানালেন জিতু-নবনীতা, ভাইরাল ভিডিও

জি বাংলার ‘রাগে অনুরাগে’ ধারাবাহিকে একজন মাঝবয়সি লোকের ভূমিকায় অভিনয় করেছিলেন জিতু কমল। সেটাই শুরু ছিল তার। শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। তার অভিনয় প্রশংসা পেয়েছিল দর্শকদের মাঝে। এরপর একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা মিলেছে তার, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন পড়ে না। অন্যদিকে নবনীতা দাস জি বাংলারই ‘দীপ জ্বেলে যাই’ ধারাবাহিকে দিয়ার চরিত্রে প্রাণবন্ত অভিনয় করে নজর কেড়েছিলেন সকলের। বর্তমানে তিনি স্টার জলসার ‘মহাপীঠ তারাপীঠ’এ মা তারার ভূমিকায় অভিনয় করছেন, যা যথেষ্ট প্রশংসা পেয়েছে দর্শকদের মাঝে।

About Author