Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Dev-Jeet: এপ্রিলের শেষেই টক্কর দেব-জিতের, প্রাণভরে আশীর্বাদ বুম্বাদার

এপ্রিলে বাংলা সিনেমার বাজিমাত হবে কিনা! এখন সেই নিয়েই জোর তরজা। চলতি মাসের শেষেই টক্কর হতে চলেছে টলিউডের দুই সুপারস্টারের। ২৯'শে এপ্রিল একইসাথে মুক্তি পেতে চলেছে দেবের 'কিশমিশ' ও জিৎ'এর…

Avatar

এপ্রিলে বাংলা সিনেমার বাজিমাত হবে কিনা! এখন সেই নিয়েই জোর তরজা। চলতি মাসের শেষেই টক্কর হতে চলেছে টলিউডের দুই সুপারস্টারের। ২৯’শে এপ্রিল একইসাথে মুক্তি পেতে চলেছে দেবের ‘কিশমিশ’ ও জিৎ’এর ‘রাবণ’এর। জোরদার টক্কর হতে চলেছে এই দুই সুপারস্টারের মধ্যে, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রেক্ষাগৃহের পর্দায় সেই টক্কর হওয়ার আগেই টলিউডের ইন্ডাস্ট্রি অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় এই দুই সুপারস্টারের সাথে ছবি শেয়ার করে তাদের আশীর্বাদ করলেন প্রাণভরে। বর্তমানে যা ভাইরাল, চর্চার বিষয়বস্তু।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের ইনস্টাগ্রামের পাতায় দেব ও জিতের সাথে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন তাদের আসন্ন ছবি ‘কিশমিশ’ ও ‘রাবণ’এর জন্য। ‘কিশমিশ’ এ দেবের বিপরীতে দেখা মিলবে রুক্মিণী মৈত্রর। অন্যদিকে ‘রাবণ’এ জিতের সাথে দেখা মিলবে তনুশ্রী চক্রবর্তীর। ‘দুই পৃথিবী’র পর আবারও একসাথে তবে আলাদা ছবিতে দেব ও জিৎ। তবে কি এবার প্রসেনজিতের আশীর্বাদ ভাগ হয়ে গেল? প্রশ্ন উঠেছে।

এই প্রসঙ্গে ‘কিশমিশ’এর পরিচালক রাহুল মুখোপাধ্যায় জানিয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে ইন্ডাস্ট্রি। তার আশীর্বাদ পাওয়া মানে দুই সুপারস্টারই বাজিমাত করবে বক্সঅফিসে। এছাড়াও পরিচালক আরও জানিয়েছেন, ‘কিশমিশ’ ও ‘রাবণ’ দুটি ভিন্ন স্বাদের ছবি। ‘কিশমিশ’ মিষ্টি প্রেমের গল্প, আর রোমাঞ্চ ও অ্যাকশনে ভরপুর জিতের ‘রাবণ’। তার মতে, যে দর্শক যে ধরনের ছবি পছন্দ করেন, সেই ধরেনের ছবিই তারা দেখবেন। তিনি চান দুটো ছবিই সমানভাবে শো পাক প্রেক্ষাগৃহে। হাউসফুল হোক সমানতালেই।

আগেই তনুশ্রী চক্রবর্তী জানিয়েছিলেন, জিতের অনুরাগীরা তাকে অ্যাকশন হিরো হিসেবেই দেখতে পছন্দ করেন। তার মতে, ছবি মুক্তি পাওয়ার পর দর্শকদের একটা বিশাল অংশ প্রেক্ষাগৃহে আসবে তাদের প্রিয় নায়ক জিৎকে দেখতে। পাশাপাশি তিনি সাফল্য কামনা করেছেন, রাহুল মুখোপাধ্যায় পরিচালিত দেব ও রুক্মিণী অভিনীত ‘কিশমিশ’এর। তবে এবার বক্সঅফিসে কার প্রভাব কত বেশি হয়! সেটাই এখন দেখার।

About Author