Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্ত্রী ও মেয়েকে নিয়ে স্বর্ণমন্দিরে পুজো দিলেন অভিনেতা জিৎ, রইল ছবি

2011 সালের 25 শে ফেব্রুয়ারি লখনউ-এর স্কুলশিক্ষিকা মোহনা (Mohona)-র সঙ্গে বিয়ে হয়েছিল টলিটাউনের সুপারস্টার জিৎ-এর। দেখতে দেখতে জিৎ ও মোহনা একসাথে পার করলেন দশটা বছর। এর মধ্যেই তাঁদের জীবনে এসেছে…

Avatar

2011 সালের 25 শে ফেব্রুয়ারি লখনউ-এর স্কুলশিক্ষিকা মোহনা (Mohona)-র সঙ্গে বিয়ে হয়েছিল টলিটাউনের সুপারস্টার জিৎ-এর। দেখতে দেখতে জিৎ ও মোহনা একসাথে পার করলেন দশটা বছর। এর মধ্যেই তাঁদের জীবনে এসেছে তাঁদের ভালোবাসার স্মারক, তাঁদের একমাত্র কন্যাসন্তান নবন‍্যা (Nabanya)। কিছুদিন আগেই জিৎ ও মোহনা তাঁদের কন্যা নবন‍্যার সঙ্গে সেলিব্রেট করেছেন তাঁদের বিবাহবার্ষিকী। মোমবাতি ও গোলাপফুল দিয়ে ডিনার টেবিল সাজিয়েছিলেন মোহনা। কোনও অ্যালকোহল নয়, বরং অরেঞ্জ জুস নিয়ে চিয়ার্স করলেন জিৎ ও মোহনা। মোহনা ও কন্যার সঙ্গে পোজ দিয়ে ছবি তুলে জিৎ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও তাঁদের বিবাহবার্ষিকী পালনের ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরাও জিৎ ও মোহনাকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন।

ইতিমধ্যেই জিৎ প্রতিবারের মতো এই বছরেও মোহনা ও নবন‍্যাকে নিয়ে পঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়েছেন জিৎ। সেখান থেকে স্ত্রী মোহনা ও মেয়ে নবন‍্যার সঙ্গে ছবিও শেয়ার করেছেন জিৎ। ছবিতে জিৎ-এর পরনে রয়েছে নীল রঙের ডেনিম ও সাদা পাঞ্জাবি এবং মোহনা ও নবন‍্যার পরনে রয়েছে সালোয়ার কামিজ। শিখ গুরুদ্বারার রীতি অনুযায়ী মোহনার মাথা ওড়নায় ঢাকা থাকলেও জিৎ ও নবন‍্যার মাথা ঢাকা ছিল ‘পতাকা’য়। ছবিটি শেয়ার করে জিৎ গুরু নানকদেব-কে স্মরণ করে দিয়ে লিখেছেন ‘ওয়াহেগুরু’। জিৎ অমৃতসরে আছেন জেনে অমৃতসরে বসবাসকারী নেটিজেনদের অনেকেই তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছেন। গত বছরে লকডাউনের জন্য জিৎ স্বর্ণমন্দির যেতে পারেননি। তবে কেরিয়ারে সফল হওয়ার পর থেকে প্রতি বছর স্বর্ণমন্দির যাওয়া জিৎ-এর নিয়মের মধ্যে পড়ে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

https://www.instagram.com/p/CL_neX1BYZ6/?igshid=1ioc4bguaxnro

2001 সালে তেলেগু ফিল্ম ‘চাঁদু’-র মাধ্যমে অভিনয় জগতে পা রাখলেও জিৎকে খেয়াল করেননি দর্শক। এরপর পরিচালক হরনাথ চক্রবর্তী (Haranath chakraborty) জিৎকে বাংলা ফিল্মে অভিনয়ের সুযোগ দেন। ‘সাথী’ ফিল্মে অভিনয়ের মাধ্যমে টলিউডে কেরিয়ার শুরু করেন জিৎ। জিৎ-এর অভিনয় বাংলার দর্শকদের মন কেড়ে নিয়েছিল। ‘সাথী’ একটি অসামান্য মিউজিক্যাল হিট ফিল্ম ছিল। এরপর জিৎ ‘জোশ’, ‘শত্রু, ‘দুই পৃথিবী’-র মতো ফিল্মে অভিনয় করার পাশাপাশি ‘কৃষ্ণকান্তের উইল’ নামে অন্য ধারার ফিল্মেও অভিনয় করতে শুরু করেন। অবলীলায় নিজের স্টিরিওটাইপ ভেঙে বেরিয়ে এসেছিলেন ‘কৃষ্ণকান্তের উইল’-এর মাধ্যমে।

https://www.instagram.com/p/CL8rYUmBon3/?igshid=1s9d2l5xna3vf

লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করা জিৎ জানেন লড়াইয়ের মর্যাদা। এই কারণে নতুন প্রতিভাদের তুলে ধরার জন্য তিনি তৈরী করেছেন নিজের প্রোডাকশন হাউস ‘গ্রাসরুটস এন্টারটেনমেন্ট ‘। ইতিমধ্যেই বেশ কয়েকটি সুপারহিট ছবি প্রযোজনা করেছেন জিৎ। প্রসেনজিৎ (Prasenjit chatterjee) হঠাৎই সরে গিয়েছিলেন ইন্ডাস্ট্রি থেকে। সেইসময় টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম ধারক ছিলেন জিৎ। আগামী দিনেও জিৎ-এর প্রযোজনায় বেশ কয়েকটি ফিল্ম নির্মিত হতে চলেছে।

About Author