পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিন দিনের জন্য প্রচারে এসেছেন অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন। শুধুমাত্র অমিতাভ বচ্চনের স্ত্রী নন, তিনি রাজ্যসভার সমাজবাদী পার্টির একজন সাংসদ বটে। তবে এবারে তিনি এসেছেন একেবারে বাংলার মেয়ে হিসেবে বাংলার আরেক মেয়ের জন্য প্রচার করতে। প্রচারে শুরুতেই তিনি নিজেকে স্মরণ করিয়ে দিলেন বাংলার মেয়ে হিসেবে। তারপর তিনি শুরু করলেন প্রচার।
প্রচার এর শুরুতে জয়া বচ্চন বললেন, ‘আমার নাম ছিল জয়া ভাদুড়ি। এখন আমি জয়া বচ্চন। আমার বাবার নাম তরুণ ভাদুড়ী। আমরা প্রবাসী বাঙালি কিন্তু বাঙালি। বাংলায় তৃণমূল কংগ্রেসকে সমর্থন দিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। এখানে আমি কোনরকম অভিনয় করতে আসিনি। অখিলেশ যাদবও আমাকে বলেছেন, আমরা সমর্থন করছে তৃণমূল কংগ্রেসকে। তাদের প্রচারে আপনি যাবেন। আমার অত্যন্ত ভালো লাগলো উনি আমাকে এই কাজটা দিয়েছেন।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowজয়া বচ্চন আরো বললেন, “মমতাজির জন্য ভালোবাসা এবং সম্মান। একজন মহিলা, মাথা ভাঙ্গা, পা ভাঙ্গা কিন্তু ওরা মমতার হৃদয় এবং মস্তিষ্ক কখনো ভাঙতে পারেনি। বাংলাকে বিশ্বের সেরা করার জন্য মমতা জেদ ধরে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে এখানে আরও উন্নতি হবে। আমার ধর্ম ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবেন না। আপনাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একা।”
তিনি বললেন, “যারা বাঙালি হয়ে মমতাজি কে সম্মান করেন না তাদের বলব লজ্জা, লজ্জা।” এছাড়াও তিনি সবশেষে বাংলার মাটি, বাংলার জল স্মরণ করে বাঙালির উদ্দেশ্যে বার্তা দিলেন, “বাংলার প্রাণ, বাংলার মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হউক, এক হউক, এক হউক, হে ভগবান।”