হাবিব সকলের উদ্দেশ্যে বলেন জল ছাড়া কিভাবে চুলের যত্ন নেওয়া যায় তা তিনি জানাবেন সকলকে। এরপরই চুল নিয়ে এদিক-ওদিক করতে করতেই পূজার চুলের ঠিক মাঝখানে থুতু ছিটিয়ে দেয় জাভেদ হাবিব। এই ঘটনা ঘটার পরেই ঐ ওয়ার্কশপে উপস্থিত সকলেই একটু অবাকই হয়েছিলেন। এই পুরো ঘটনাটি হাসতে হাসতেই ঘটিয়েছেন জাভেদ হাবিব। এই ঘটনা ঘটার পরেই ঐ চুল কাটার সিট থেকে উঠে আসেন পূজা এবং সেখান থেকে বেরিয়ে যান।এই প্রসঙ্গে পূজা নিজে জানিয়েছেন, জাভেদ হাবিব স্টেজের উপর তার চুল কাটতে কাটতে হঠাৎ করেই থুতু ছিটিয়ে দিয়েছেন। সেদিন তার চুলে শ্যাম্পু করা ছিল না। আর তারপরেই হাবিব সকলের সামনে জানান, তার থুতুতে নাকি প্রাণ আছে। এরপরই পূজা গুপ্তা সেখান থেকে বেরিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় এই পুরো ঘটনাটি ভিডিও সমেত শেয়ার করেন। সেই পোস্ট নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ার পাতায়।জাভেদ হাবিবের এই নোংরামির ভিডিও ভাইরাল হতেই সাধারণ মানুষের পাশাপাশি গোটা নেটমহল তার প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করেছেন। কেউ সরাসরি তার নামে ছিছিক্কার দিয়েছেন, আবার কেউ বলেছেন, এমন ঘটনা কেউ ঘটায়? যে সমস্ত মানুষ হাবিব ছাড়া চুল কাটেন না, তাদেরও এই ঘটনাটি বেশ ভাবিয়েছে। না বলা ভালো প্রভাব ফেলেছে।For those who goes to Javed Habib's saloon pic.twitter.com/dblHxHUBkw
— Rishi Bagree (@rishibagree) January 5, 2022
Jawed Habib: মহিলার হেয়ার স্টাইলের নামে নোংরামি করলেন জাভেদ হাবিব, ডেমো দেখাতে গিয়ে এ কি করলেন তিনি? বিরূপ নেটমহল
হেয়ার স্টাইলিশ জাভেদ হাবিবের নাম জানেন সকলেই। নিজের স্যালনের ব্র্যান্ডকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন তিনি। অনেকের কাছে তিনি তাদের ইনস্পিরেশন। তবে সম্প্রতি নিজের একটি ওয়ার্কশপে তিনি যা ঘটালেন তারপরে সকলের…

By

আরও পড়ুন