চিনের বিরুদ্ধে করা ভাষায় হুমকি দিলেন ভারতীয় জাওয়ান, দেখুন ভাইরাল ভিডিও

অরূপ মাহাত: ভারত ও চীনের মধ্যে সীমান্তে যে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই নিয়ে বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে (যার সত্যতা ভারত বার্তা পক্ষে যাচাই করা সম্ভব হয়নি)।…

Avatar

অরূপ মাহাত: ভারত ও চীনের মধ্যে সীমান্তে যে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই নিয়ে বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে (যার সত্যতা ভারত বার্তা পক্ষে যাচাই করা সম্ভব হয়নি)। সামাজিক মাধ্যমে এরকমই একটি ভিডিও-তে দেখা যাচ্ছে সিআরপিএফ-এর ইউনিফর্ম পরা একজন ব্যক্তি দেশের লোকদের চিনা অ্যাপস ডিলিট ও চিনা পণ্য বর্জন করার জন্য আবেদন জানিয়েছেন। ব্যাপকভাবে শেয়ার হওয়া এই ভিডিও ক্লিপটিতে, তিনি আরও দাবি করেছেন যে, তাঁর বাহিনী চীন সীমান্তের দিকে এগিয়ে চলেছে। (অবশ্য এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ভারত বার্তা)।

সম্প্রতি, দুই দেশের সৈন্যকে মুখোমুখি হতে দেখা গিয়েছিল একটি ভিডিওতে। যা অবশ্য যাচাই করা হয়নি। ওই ভিডিওতে, ভারতীয় ও চীনা সেনাবাহিনীকে তুমুল বিতর্কের পরে হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল। সেই ভিডিওতে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের “ফিরে যান” এবং “লড়াই করবেন না” বলতেও শোনা গিয়েছিল। তবে এদিন ভারতীয় জওয়ানের আবেগপ্রবণ ভিডিও আবেদনে দেখা যাচ্ছে, চীন সীমান্তে যেতে জওয়ানদের ব্যবহার করা একটি দুর্গম রাস্তার ছবি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে ওই ভারতীয় জওয়ান আবেদন করেছেন, ‘চীনা অ্যাপস ডিলিট করুন, তাদের পণ্য বয়কট করুন। দেশপ্রেমিক হোন। আমরা এমন বিপজ্জনক জায়গায় মোতায়েন আছি। আপনি বাড়িতে বসেও তাদের বয়কট করতে শুধু আপনার আঙুলগুলো ব্যবহার করতে পারেন। আমাদের ভাল লাগবে। যা আমাদের উৎসাহিত করবে।’