Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বুলেটের থেকে কম দামে ভারতে লঞ্চ হল এই দুই ধানসু ক্লাসিক বাইক, জানুন গাড়ির দাম

ভারতের বাজারে মোটরসাইকেলের কোম্পানি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে রয়্যাল এনফিল্ড এর। তাঁদের ক্লাসিক ৩৫০ বাইকটি প্রত্যেকের কাছেই একটু আলাদা ধরনের সম্মান পায়। আসলে এখনকার ফ্যাশন স্টেটমেন্ট অনুযায়ী যেকোনো বয়সের রাইডার…

Avatar

ভারতের বাজারে মোটরসাইকেলের কোম্পানি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে রয়্যাল এনফিল্ড এর। তাঁদের ক্লাসিক ৩৫০ বাইকটি প্রত্যেকের কাছেই একটু আলাদা ধরনের সম্মান পায়। আসলে এখনকার ফ্যাশন স্টেটমেন্ট অনুযায়ী যেকোনো বয়সের রাইডার এই রেট্রো ক্লাসিক স্টাইলের বাইক কিনতে চান। তবে আপনাদের জানিয়ে রাখি এই বাজারে শুধু রয়েল এনফিল্ড একা নেই। রেট্রো ক্লাসিক স্টাইলের বেশ কয়েকটি বাইক ভারতের বাজারে এনেছে Jawa ও Yezdi কোম্পানি। চলতি বছরের শুরুতে এই দুই কোম্পানি তাদের জনপ্রিয় বাইকের নতুন কালার অপশন লঞ্চ করেছে যা ব্যাপার জনপ্রিয়তা পাচ্ছে দেশজুড়ে।

ক্লাসিক স্টাইলের Jawa 42 বাইকটির জনপ্রিয়তা যথেষ্ট রয়েছে ভারতীয়দের মধ্যে। নতুন ২০২৩ সালের শুরুতে কোম্পানি এই Jawa 42 বাইকটির নতুন কালার অপশন লঞ্চ করেছে। এবার থেকে এই বাইকটি পাওয়া যাবে কসমিক কার্বন শেডে। এই বাইকটিতে ২৯৪.৭২ cc, সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন আছে। এই ইঞ্জিন ২৭ bhp শক্তি এবং ২৬.৮৪ Nm টর্ক জেনারেট করে। দিল্লিতে এই বাইকের এক্স শোরুম মূল্য ১.৯৫ লাখ টাকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে ক্লাসিক স্টাইলের জন্য আরেকটি জনপ্রিয় কোম্পানি হল Yezdi। এই কোম্পানির Yezdi Roadstar নতুন বছরে নতুন কালার স্কিমে লঞ্চ হয়েছে। এই বাইকের নতুন ক্রিমসন ডুয়েল টোন গ্লস পেন্ট স্কিম পছন্দ হয়েছে সকলের। এই বাইকে ৩৩৪ cc, একক-সিলিন্ডার, লিকুইড-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন আছে, যা ২৯.২ bhp শক্তি এবং ২৮.৯৫ Nm টর্ক জেনারেট করে। এই বাইকটির দিল্লিতে এক্স শোরুম মূল্য ২.০৪ লাখ টাকা।

এই প্রসঙ্গে জাওয়া ইয়েজদি মোটরসাইকেলের সিইও আশিস সিং জোশি বলেছেন, “এই দুটি নতুন রঙ জাওয়া এবং ইয়েজদি উভয় ব্র্যান্ডের জন্য আরও উত্তেজনাপূর্ণ পর্যায়ের সূচনা করে৷ এটি কেবল শুরু, আমরা অপেক্ষা করছি৷ আরও জাওয়া এবং ইয়েজদি বাইক আসবে যা সামনের বছরে পণ্যের পরিসরে আরও রোমাঞ্চ এবং উত্তেজনা যোগ করবে।”

About Author