Kaavaalaa Song: ‘জেলার’ গানে বোল্ড ডান্স স্টেপ তামান্নার, এমন নাচের স্টেপ ভাইরাল ইন্টারনেটেএই ভোজপুরি গানের ভিডিওটি ৩ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছে জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেল ‘ভোজপুরি মিঠাই’ থেকে। এই মুহূর্তে এই ভিডিওটি পৌঁছে গিয়েছে ১৩ লাখেরও বেশি মানুষের কাছে। এই জনপ্রিয় ভোজপুরি গানটি পর্দায় অভিনেতা-গায়ক পবন সিং ও প্রিয়াঙ্কা সিংয়ের কন্ঠে শোনা গিয়েছে। গানটির কথা দিয়েছিলেন প্রকাশ বারুদ। সুর দিয়েছিলেন ছোটে বাবা বাশি। এই মুহূর্তে এই ভিডিওটি পুনরায় ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে আবারো ভাইরাল হতেই চর্চার আলো কেড়েছেন জনপ্রিয় এই অনক্রিন তারকা জুটি। নিজেদের প্রিয় জুটিকে একসাথে আবারো দেখে খুশি ভক্তরাও।
Bhojpuri Song: এই গানে এমন নাচ করলেন পবন সিং এবং অঞ্জনা, রোমান্স জ্বলে উঠল
সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে অঞ্জনা সিং ও পবন সিংকে দেখা গিয়েছে। এনারা দুজনেই…

আরও পড়ুন