তবে এবার স্টুয়ার্ট ব্রড টেস্টের এক ওভারে সব থেকে বেশি রান খরচের নিরিখে রবিন পিটারসন ছাড়াও ইংল্যান্ডের দুই সতীর্থ অ্যান্ডারসন ও রুটকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দেন বলা চলে কারন তিনি ব্যক্তিগত এক ওভারে বৈধ ২৯ রানের সাথে সাথে ওয়াইড, নো-বল এবং অতিরিক্ত রান মিলিয়ে মোট ৩৫ রান খরচ করেছেন।BOOM BOOM BUMRAH IS ON FIRE WITH THE BAT 🔥🔥
— Sony Sports Network (@SonySportsNetwk) July 2, 2022
3️⃣5️⃣ runs came from that Broad over 👉🏼 The most expensive over in the history of Test cricket 🤯
Tune in to Sony Six (ENG), Sony Ten 3 (HIN) & Sony Ten 4 (TAM/TEL) – https://t.co/tsfQJW6cGi#ENGvINDLIVEonSonySportsNetwork #ENGvIND pic.twitter.com/Hm1M2O8wM1
Jasprit Bumrah: ৪,৫,৭,৪,৪,৪,৬,১! লারাকে পিছনে ফেলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১ ওভারে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড গড়লেন বুমরাহ
এ যেন ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পুনরাবৃত্তি। বল হাতে একই ব্যক্তি থাকলেও ব্যাট হাতে ধ্বংসাত্মক ব্যাটিং করলেন জসপ্রিত বুমরাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ড ব্রডের এক ওভার ছয় ছক্কা মেরেছিলেন ভারতীয় ক্রিকেটার…

আরও পড়ুন