Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঘরের মাঠে ৫ উইকেট! তাতেই কপিল দেবকে স্পর্শ করলেন জসপ্রিত বুমরাহ

শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমে টেস্ট ক্রিকেটে অনন্য রেকর্ড গড়লেন ভারতীয় পেস বোলার জসপ্রিত বুমরাহ। চিন্নাস্বামীতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ডে-নাইট টেস্টের প্রথম ইনিংসে ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট…

Avatar

শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমে টেস্ট ক্রিকেটে অনন্য রেকর্ড গড়লেন ভারতীয় পেস বোলার জসপ্রিত বুমরাহ। চিন্নাস্বামীতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ডে-নাইট টেস্টের প্রথম ইনিংসে ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন বুমরাহ। আপনাদের জানিয়ে রাখি, জসপ্রিত বুমরাহ এই নিয়ে ২৯টি টেস্টে মাঠে নেমেছেন। ইতিমধ্যেই তিনি মোট ৮ বার এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। এর আগে ভারতীয় পেসারদের মধ্যে একমাত্র কপিল দেব টেস্ট কেরিয়ারের ঠিক এই পর্যায়ে অর্থাৎ ২৯টি টেস্টে ৮ বার ইনিংসে ৫ উইকেট দখল করার কৃতিত্ব অর্জন করেছিলেন।

গতকাল থেকে শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট তথা শ্রীলংকার বিরুদ্ধে একমাত্র পিংক বলের টেস্ট ম্যাচ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। যেখানে প্রথম ইনিংসে শ্রেয়াস আইয়ারের ৯২ রানের উপর ভর করে ১০ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে। যদিও শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে মাত্র ১০৯ রান করে সবকটি উইকেট হারিয়ে ফেলে। যেখানে ভারতীয় দলের হয়ে জসপ্রীত বুমরাহ ২৪ রানের বিনিময়ে ৫টি মূল্যবান উইকেট দখল করেন। এছাড়া রবীচন্দ্রন অশ্বিন এবং মোহাম্মদ সামি ব্যক্তিগত ২টি করে উইকেট দখল করেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে বুমরাহ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায় টেস্টে দু’বার করে এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ায় ১ বার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। এই প্রথমবারের জন্য ভারতের মাটিতে ৫ উইকেট দখল করার কৃতিত্ব অর্জন করলেন জসপ্রিত বুমরাহ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে এখনো পর্যন্ত শ্রীলংকার বিরুদ্ধে ৩৯১ রানের লিড দিয়েছে ভারত।

About Author