এদিন রেড কার্পেটে কালো, অফশোল্ডার, লং গাউনে হাজির হয়েছিলেন জাহ্নবী। পোজ দিয়েছিলেন পাপারাজিৎদের সামনেও। বলাই বাহুল্য, এদিন আবারো পোশাক বিভ্রাটে পড়েছিলেন তিনি। অতিরিক্ত লং গাউন সামলাতে গিয়ে হিমশিমও খেতে হয়েছে তাকে। তার পোশাক ঠিক করে দেওয়ার জন্যও সেখানে উপস্থিত হয়েছিলেন একজন। অবশ্য তিনি তার সাথেই ছিলেন। যেকোনো বড় অনুষ্ঠানে বলিউড অভিনেত্রীদের সাথে এমন এক-দুজন থাকেন, সেকথা আর আলাদাভাবে উল্লেখ করা নিষ্প্রয়োজন।পাপারাজিৎদের ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে নিজের পা দিয়েই বারবার পোশাক সরাতে দেখা গিয়েছে তাকে। খুব স্বাভাবিকভাবেই সেই ঝলক ধরা পড়েছে ক্যামেরায়, যা এই মুহূর্তে ভাইরাল। আর সেই ঝলকের সূত্র ধরেই একাংশের মাঝে চর্চিত তিনি। বলাই বাহুল্য, একাংশের মাঝে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তাদের বেশিরভাগ এর মধ্যে এমন পোশাক পড়ে নিজেকে শুধু শুধু কষ্ট দেওয়ার কি প্রয়োজন! তবে এই ধরনের বিষয়ে যে অভিনেত্রী বিশেষ কর্ণপাত করেন না, তা আবারো প্রমাণিত।এদিন নিজের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ওরহানের সাথেও দেখা গিয়েছিল তাকে। নিজের প্রিয় বন্ধুর সাথে পাপারাজিৎদের ক্যামেরার সামনেও পোজ দিয়েছিলেন ওরহান। রেড কার্পেটে উপস্থিত হয়েই বার্তালাপ হয়েছে তাদের, সেই ঝলকও ধরা পড়েছে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে। উল্লেখ্য, ওরহানকে প্রায়ই কাজল ও অজয় কন্যা নাইসার সাথে দেখা যায়।এদিন নীল হুডি ও নীল ডেনিমে রেড কার্পেটে উপস্থিত ছিলেন ওরহান। পায়ে ছিল সাদা স্নিকার্সও। পাশাপাশি অভিনেত্রীকে অফশোল্ডার কালো লং গাউনে দেখা গিয়েছিল। নুড মেকাপ, নেওয়ার পাশাপাশি পরেছিলেন কালো মানানসই হাইহিল ও মানানসই অলংকারও।
Janhvi Kapoor: রেড কার্পেটে পোশাক নিয়েই হিমশিম শ্রীদেবী কন্যার, পোজ দিলেন ওরহানের সাথেও
জাহ্নবী কাপুর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। শ্রীদেবী কন্যা হিসেবে ছোট থেকেই পরিচিত সে। বনি কাপুর ও শ্রীদেবীর দৌলতে জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর যে ছোট থেকেই…

আরও পড়ুন