জম্মু-কাশ্মীর : করোনা নিয়ে যেখানে সারা দেশে আতঙ্কের সৃষ্টি হয়েছে, সেখানে এই করোনাকে কেন্দ্র করেই ঘটলো এক নাটক। শুনতে অবাক লাগলেও এটা সত্যি ঘটেছে। আর নাটকের মূলে রয়েছে এক ব্যক্তি। যিনি জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার বাসিন্দা। নাম হাকাম দিন। এবার আসল ঘটনাটা জেনে নেওয়া যাক।
হাকাম দিনকে গত সপ্তাহে আহত অবস্থায় সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপরই শুরু হয়ে যায় সারা দেশ জুড়ে লকডাউন। কিন্তু ওই ব্যক্তির মনে বাড়ির লোকের জন্য চিন্তা শুরু হয়। করোনা সংকটের মধ্যে বাড়ির পরিজনদের পাশে থাকতে হবে। এই জন্য সে শুরু করে মৃত্যুর নাটক। আরও ৩ জনের সাথে মিলিত হয়ে এক ফন্দি তৈরী করে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowওই ব্যক্তি বাকি ৩ জনের সাথে মিলে তৈরী করে ভুয়ো ডেথ সার্টিফিকেট। যাতে নিরাপদে অ্যাম্বুলেন্স করে সে বাড়ি ফিরতে পারে। সেই অনুযায়ী সবটাই চলছিল। কিন্তু সমস্যাটা সৃষ্টি করে পুলিশ। অর্ধেক রাস্তা যাবার পর পুলিশ আটকায় সেই অ্যাম্বুলেন্সটিকে। সেখানেই কথাবার্তার মধ্যে সামনে আসে আসল ঘটনা। আর তখন পুলিশ গ্রেফতার করে ৪ জনকে। এখন প্রত্যেককেই রাখা হয়েছে কোয়ারেন্টাইন-এ। এই ঘটনা সামনে আসতেই অবাক হয়েছেন পুলিশরা।