দেশনিউজ

জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পাবে : অমিত শাহ

Advertisement
Advertisement

কাশ্মীরে যাদের গৃহবন্দী করে রাখা হয়েছিল তাদের ধীরে ধীরে মুক্তি দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে মুক্তি দিয়েছে সরকার। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন কিছু দিনের মধ্যে জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পাবে।

Advertisement
Advertisement

রাজ্যের স্বীকৃতি ফিরিয়ে দেওয়া হবে জম্মু-কাশ্মীরকে, ভৌগলক সীমানা থাকবে, তবে তার কবে নাগাদ হবে সে সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি। গত ৫ অগস্ট কেন্দ্রীয় সরকার জম্ম-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে, এবং জম্মু-কাশ্মীরকে ভাগ করা হয় দু’টি কেন্দ্র শাসিত অঞ্চলে। সেইসময় রাজ্যের তিনজন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও বহু নেতাদের বন্দী করা হয়৷ শনিবার তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে।

Advertisement

আরও পড়ুন : করোনা মোকাবিলায় আপতকালীন তহবিলে ১ কোটি ডলার দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর

Advertisement
Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জম্মু ও কাশ্মীর আপনি পার্টি’র (JKAP) একটি প্রতিনিধি দলকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন,কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের সামগ্রিক উন্নয়নে সমস্ত ধরনের পদক্ষেপ করছে নেওয়ার পাশাপাশি আগামী দিনে সেইসমস্ত পদক্ষেপের প্রভাব দেখা দেবে বলেও আশাবাদী তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সদস্যদের প্রশ্নের উত্তরে তাদের আশ্বাসবাণী দিয়ে বলেন , জম্মু-কাশ্মীরে ভৌগলিক সীমানা পরিবর্তন হবেনা, এবং যত দ্রুত সম্ভব জম্মু-কাশ্মীরকে ফিরিয়ে দেওয়া হবে রাজ্যের মর্যাদা।

Advertisement

Related Articles

Back to top button