সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি অভিনেত্রী কয়েকদিন আগে নিজেই শেয়ার করে নিয়েছিলেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। এই ঝলকে ফিট থাকতে শরীরচর্চায় মত্ত হতে দেখা গিয়েছে শ্রীদেবী কন্যাকে। এদিন কমলা জিম পোশাকে একেবারে ক্যাজুয়াল লুকেই ছিলেন অভিনেত্রী। তার সাথে দেখা গিয়েছে জনপ্রিয় জিম ট্রেনার নম্রতা পণ্ডিতকেও। উল্লেখ্য, তার কাছেই শরীরচর্চার ট্রেনিং নিয়ে থাকেন তিনি। এদিন ঘড়ি ধরে নম্রতার সাথেই সিলেটস্ সেশনে মেতে ছিলেন অভিনেত্রী। জিমে অভিনেত্রীকে রীতিমতো ঘাম ঝরাতে দেখা গিয়েছিল এদিন। তিনি যে রীতিমতো উপভোগ করেই পুরো ব্যাপারটি করছিলেন, তা তার ক্যাপশন দেখলেই বোঝা যাবে। আপাতত, সেই ঝলক ভাইরাল হওয়ার পর থেকেই একাংশের মাঝে প্রশংসিত হয়েছেন শ্রীদেবী কন্যা, যার ঝলক কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে।
Jhanvi Kapoor: ফিট থাকতে নয়া উদ্যম শ্রীদেবী কন্যার, শরীরচর্চায় মত্ত অভিনেত্রী, ভাইরাল ভিডিও
জাহ্নবী কাপুর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। শ্রীদেবী কন্যা হিসেবে ছোট থেকেই পরিচিত সে। বনি কাপুর ও শ্রীদেবীর দৌলতে জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর যে ছোট থেকেই…

আরও পড়ুন