নিউজপলিটিক্সরাজ্য

রাজ্যে নিজের অবস্থা মজবুত করেছে আল কায়দা, কি করছে পুলিশ-প্রশাসন? দিল্লি থেকে বাক্যবাণ জগদীপ ধনখড়ের

জগদীপ ধনখড়(Jagdeep Dhankhar) বলেন,বাংলায় আল কায়দা তার ভিত তৈরি করে ফলেছে। বাংলা নিরাপত্তা এখন হুমকির মুখে দাঁড়িয়ে। রাজ্যে যেখানে সেখানে বোমা তৈরি হচ্ছে। আমার প্রশ্ন, পুলিশ প্রশাসন করছে টা কি?

Advertisement
Advertisement

বাংলার আইনশৃঙ্খলা, রাজনৈতিক সংঘর্ষ নিয়ে একাধিকবার সরব হয়েছেন রাজ্যপাল। এইবার সেই সবের সাথে রাজ্যে আল কায়দার জল ছড়ানোর চাঞ্চল্যকর অভিযোগ তুললেন জগদীপ ধনখড়। শনিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ শেষ করে সাংবাদিকদের রাজ্যপাল জগদীপ ধনখড়(Jagdeep Dhankhar) বলেন,বাংলায় আল কায়দা তার ভিত তৈরি করে ফলেছে। বাংলা নিরাপত্তা এখন হুমকির মুখে দাঁড়িয়ে। রাজ্যে যেখানে সেখানে বোমা তৈরি হচ্ছে। আমার প্রশ্ন, পুলিশ প্রশাসন করছে টা কি? বাংলার ডিজিপির রাজনৈতিক অবস্থান স্পষ্ট। সেই কারণেই আমি বলি বাংলায় কাজ করছে এক রাজনৈতিক পুলিশ।

Advertisement
Advertisement

সম্প্রতি ডায়মন্ড হারবার যাওয়ার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা করা হয়। তার পর এই রাজ্য বিরোধী রাজনৈতিক পার্টির নেতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। তবে বাংলা আল কায়দার ঘাঁটি নিয়ে রাজ্যপালের যে দাবি তার স্বপক্ষে তার হাতে কি তথ্য রয়েছে তা স্পষ্ট করেননি রাজ্যপাল।

Advertisement

এইদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যপালকে প্রশ্ন করা হয়, অমিত শাহের সাথে তার আলোচনা কি কি বিষয়ে হল? তবে কি জারি করা হবে রাষ্ট্রপতির শাসন? একুশের ভোট কি কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ভোট করা হবে? এ সমস্ত প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, বাংলা এমন এক রাজ্য যেখানে একজন নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন। তার পরেও পুলিশ কি কাজ করেন তা আমি জানিনা। রাজ্যে যত্র তত্র বোম পরছে। মানুষ মারা যাচ্ছেন।

Advertisement
Advertisement

নতুন বছরের শুরুতেই বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির রিপোর্ট জানতে চেয়ে রাজ্যপালকে দিল্লিতে তলব করেছিলেন অমিত শাহ(Amit Shah)। শুক্রবার রাতেই দিল্লি পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়(Jagdeep Dhankhar)। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার আগে তিনি যান বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের বাড়ি। সেখানে বেশ কিছুক্ষণ কথা হয় তাদের মধ্যে। যাকে ঘিরে রাজনৈতিক মহলে উসকে ওঠে জল্পনা। তারপর আগের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি বৈঠক করেন শাহের সাথে।

Advertisement

Related Articles

Back to top button