কখনও নাম জড়িয়েছে ক্যাম্পাসে গুণ্ডাগিরিতে, তো কখনও অভিযোগ উঠেছে স্বজনপোষণের। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উত্তরপত্র হোয়াটসঅ্যাপে প্রকাশের অভিযোগ উঠলো সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন জামাই অভ্র সেনের বিরুদ্ধে।
বর্তমানে তিনি যাদবপুরে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের রিসার্চ স্কলারও বটে। এবার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পরীক্ষায় ইচ্ছাকৃত ভাবে নম্বর কমাতে দেখা গেল। ডিপার্টমেন্টের একাধিক ছাত্রের কাছে বিরেন্দ্র তরফদার নামে এক ব্যক্তির মেলে দেখে যাচ্ছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে হোয়াটস অ্যাপ চ্যাটে উত্তর পত্রের ছবি তুলে পাঠাতে দেখা গেল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসঙ্গে মুকুল রায়ের হাত ধরে দলবদল করা অভ্র সেনকে বলতে দেখা গেল “ক্যারিয়ারের চিন্তা থাকলে আন্দোলন করা উচিত হয়নি। নম্বর এমন চেপেছি যে জব্দ হবেই। এর পর ওদের নিজেদের দলেই নম্বরের জন্য ভাঙন ধরবে। ”