এই মুহূর্তে আয়কর রিটার্ন দাখিল করার কাজ জোর কদমে চলছে এবং এক কোটিরও বেশি মানুষ এই মুহূর্তে আইটিআর ফাইল করে ফেলেছেন। আপনি ৩১ শে জুলাই এর মধ্যে এই আর্থিক বছরের জন্য আয়কর রিটার্ন ফাইল করতে পারেন। কিন্তু আপনি যদি কোন কারনে এই রিটার্ন ফাইল করার শেষ তারিখ মিস করে দেন তাহলে আপনাকে জরিমানা করা হতে পারে আয়কর দপ্তরের তরফ থেকে। তাই এবার সেই সম্পর্কিত এই একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে।
সাধারণত পুরনো কর ব্যবস্থা অনুযায়ী কারোর বয়স যদি ৬০ বছর বা তার কম হয় তবে আপনাকে বার্ষিক আড়াই লক্ষ টাকার আয়ের উপরে নিয়ম অনুযায়ী কর দিতে হবে। অর্থাৎ যদি আপনার বাসিক আয় আড়াই লক্ষ টাকার উপরে হয় তাহলে আপনাকে আয়কর দিতে হবে। অর্থ মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী আড়াই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে বার্ষিক আয় এর উপরে পাঁচ শতাংশ কর গ্রহণ করা হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে যদি বয়স ৬০ বছরের বেশি এবং ৮০ বছরের কম হয় তাহলে বার্ষিক ৩ লক্ষ টাকার বেশি আয়ের উপরে ট্যাক্স ব্রেক পাওয়া যাবে। অর্থাৎ তিন লক্ষ টাকার বেশি যদি আয় হয় তাহলে এই ট্যাক্স দিতে হবে সেই ব্যক্তিকে। অর্থাৎ বলতে গেলে পুরনো পর ব্যবস্থার অধীনে ৫০ হাজার টাকা বেশি সুবিধা পাবেন বয়স্ক মানুষরা। একইভাবে ৮০ বছরের বেশি বয়সের ব্যক্তিরা সাধারণ ব্যক্তিদের থেকে আড়াই লক্ষ টাকা বেশি ট্যাক্স ছাড় পেয়ে থাকে। অর্থাৎ যদি তাদের আয় হয় ৫ লক্ষ টাকার বেশি তাহলে তাদেরকে ট্যাক্স দিতে হবে।