Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইতালিতে একদিনে মৃত্যু ১৩৩ জনের, মৃতের হারে দ্বিতীয় স্থান ইতালির

করোনার থাবাতে আক্রান্ত বিশ্বের মোট ১০৫ টি দেশ। বিশ্বের প্রায় সব দেশই এই সংক্রমণ রুখতে চেষ্টা করছে। সেরকম ভাবেই সংক্রমণ আটকানোর চেষ্টা করছে ইতালি সরকার। সেদেশের প্রায় দেড় কোটি মানুষকে…

Avatar

করোনার থাবাতে আক্রান্ত বিশ্বের মোট ১০৫ টি দেশ। বিশ্বের প্রায় সব দেশই এই সংক্রমণ রুখতে চেষ্টা করছে। সেরকম ভাবেই সংক্রমণ আটকানোর চেষ্টা করছে ইতালি সরকার। সেদেশের প্রায় দেড় কোটি মানুষকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারপরেও রবিবার ইতালিতে একদিনে ১৩৩ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। ইতালিতে একদিনে ভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আক্রান্তের সংখ্যা ১৪৯২ তে এসেছে।

এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য ইতালি সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ১ কোটি ৬০ লক্ষ মানুষকে কোয়ারেন্টিনে রাখার কথা ঘোষণা করেছে সেদেশের সরকার। যা একেবারে নজিরবিহীন ঘটনা। ওই মানুষেরা বিশেষ অনুমতি ছাড়া দেশ থেকে বেরোতে পারবে না বলা হয়েছে। এর পাশাপাশি সমস্ত জমায়েত, স্কুল, জিম সব নিষিদ্ধ করেছে ইতালি সরকার। আগামী ৩ রা এপ্রিল পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে বলে জানানো হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : করোনা ভাইরাস : কলকাতার বেলেঘাটা হাসপাতালে ভর্তি আরও ১

প্রসঙ্গত, চীনের পর সংক্রমণের হারে ও মৃত্যুর হারে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি আর মৃতের সংখ্যার ভিত্তিতে ইরানের স্থান তৃতীয়। চীনে মৃতের সংখ্যা ৩০০০ ছাড়িয়ে গেছে। আবার ফ্রান্স ও মৃতের সংখ্যা ১৯ -এ গিয়ে দাঁড়িয়েছে বলে সূত্রের খবর। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১০০ জনের বেশি।

ভারতেও সংক্রমণ ধীরে ধীরে ছড়াচ্ছে। আক্রান্তের সংখ্যা ৩৯ -এ পৌঁছেছে। তবে ভারত সরকার এই সংক্রমণ রুখতে নানা ভাবে চেষ্টা করছে। বিভিন্ন পদক্ষেপ ও গ্রহণ করা হয়েছে। এই মরণ ভাইরাসের হাত থেকে রেহাই পেতে চাইছে গোটা বিশ্ব।

About Author