Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এক বছর ধরে ভারতের বাজারে সবথেকে জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার এটি, জানুন Okaya কোম্পানির এই স্কুটারের ব্যাপারে বিস্তারিত

ভারতে এই মুহূর্তে ইলেকট্রিক গাড়ি এবং বাইকের একটা আলাদা মার্কেট তৈরি হয়ে গিয়েছে। বর্তমানে বলতে গেলে বিদেশের থেকেও ইলেকট্রিক যানবাহনের দিকে আগে এগিয়ে গিয়েছে ভারত। এমন কিছু কোম্পানি ভারতে তৈরি…

Avatar

ভারতে এই মুহূর্তে ইলেকট্রিক গাড়ি এবং বাইকের একটা আলাদা মার্কেট তৈরি হয়ে গিয়েছে। বর্তমানে বলতে গেলে বিদেশের থেকেও ইলেকট্রিক যানবাহনের দিকে আগে এগিয়ে গিয়েছে ভারত। এমন কিছু কোম্পানি ভারতে তৈরি হয়েছে যারা উচ্চমানের ইলেকট্রিক যানবাহন তৈরি করে একেবারে কম দামে। এরকম একটি কোম্পানি হলো ওকায়া। এই কোম্পানিটি সম্প্রতি বেশকিছু ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে। এখনো পর্যন্ত বাজারে সর্বাধিক সংখ্যক বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করেছে এই কোম্পানিটি। এই সমস্ত বৈদ্যুতিক স্কুটারের মধ্যে এমন একটি বৈদ্যুতিক স্কুটার রয়েছে যা এক বছরেরও বেশি সময় ধরে ভারতের বাজারে জনপ্রিয়তা পেয়ে আসছে। এখনো এই ইলেকট্রিক স্কুটারের বাজারে একটা চাহিদা রয়েছে। তাহলে চলুন আজ সেই ইলেকট্রিক স্কুটারের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আপনাদের জানিয়ে রাখি, OKAYA কোম্পানিটির লঞ্চ করা এই ইলেকট্রিক স্কুটারের মডেলের নাম OKAYA FAST F3। এই ইলেকট্রিক স্কুটারে আপনি একবার চার্জ দিলে ১৩০ কিলোমিটার এর বেশি রেঞ্জ পেয়ে যাবেন। ব্যাটারির সম্পর্কে কথা বলতে গেলে এই ইলেকট্রিক স্কুটারে আপনি পেয়ে যাবেন একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। ভালো ক্ষমতা সহ একটি ব্যাটারি প্যাক আপনি দেখতে পাবেন। শুধু তাই নয় এই কোম্পানির পক্ষ থেকে একটি ১২০০ ওয়াটের শক্তিশালী বৈদ্যুতিক মোটর সংযুক্ত করা হয়েছে। এই মোটর এর মাধ্যমে চমৎকার পিক টর্ক তৈরি করতে পারে এই ইলেকট্রিক স্কুটার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ইলেকট্রিক স্কুটারে আপনি ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতি পেয়ে যাবেন। আপনি এই ব্যাটারি খুব দ্রুত চার্জ করতে পারেন। মাত্র চার ঘণ্টার মধ্যে আপনার ব্যাটারি পুরো চার্জ হয়ে যাবে। শুধু তাই নয় আপনি কোম্পানি থেকে অনেক দুর্দান্ত ফিচারও দেখতে পাবেন। এর মধ্যে রয়েছে ডিজিটাল স্পিডোমিটার, স্টার্ট বাটন, ইউএসবি পোর্ট, এলইডি লাইট, রাইডিং মোড, মোবাইল কানেক্টিভিটি, মোবাইল নেভিগেশন, এন্টি থেফট এলার্ট, ডিজিটাল ওডোমিটার এবং আরো অনেক কিছু।

এই ইলেকট্রিক স্কুটারের দাম প্রায় ১.৩ লক্ষ টাকা। আপনি বেশ সাশ্রয়ী মূল্যে এই ইলেকট্রিক্স স্কুটার পেয়ে যেতে পারেন। আপনি এক্স শোরুমে এই ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন খুব সস্তায়। এছাড়াও ইএমআই প্ল্যান আপনি পেয়ে যাবেন। কিছু টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকার জন্য আপনি ধীরে ধীরে প্রতি মাসে কিস্তি দিতে পারেন। যদি আপনি এই ইএমআই প্ল্যান গ্রহণ করেন তাহলে আপনাকে প্রতি মাসে ২,৮৭০ টাকা করে দিতে হতে পারে। সব মিলিয়ে এটা হতে চলেছে আপনার জন্য একটি দারুন ডিল।

About Author