
গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এমনই হুংকার দিয়েছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। আমরা আপনাদের জানিয়ে রাখি, গতকাল দিনের প্রথম খেলায় চেন্নাইয়ের মাটিতে ৪ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব কিংস। যদিও কাজটি মোটেও সহজ ছিল না পাঞ্জাবের জন্য। কারণ বিগত ম্যাচে লখনউয়ের কাছে ৫৬ রানের বিশাল ব্যবধানে হেরেছিল পাঞ্জাব। ফলে আইপিএলের প্লে-অফে যাওয়ার লড়াই টিকে থাকতে হলে গতকালের ম্যাচ ছিল খুবই গুরুত্বপূর্ণ।
তবে গতকাল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ডেভন কনওয়ের ৫২ বলে ৯২ রানের বিস্ফোরক ইনিংসের সুবাদে নির্ধারিত ওভার ব্যাটিং শেষে চেন্নাই সুপার কিংস মাত্র ৪ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এদিকে বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করলেও শীঘ্রই উইকেট পতন ঘটে পাঞ্জাবের। একপর্যায়ে ম্যাচ থেকে বেশ খানিকটা দূরে ছিটকে যায় পাঞ্জাব কিংস। তবে প্রভসিমরন সিংয়ের ২৪ বলে ৪২ রানের ঝড়ো ইনিংসের সুবাদে শেষ বলে ৪ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব কিংস।
এদিকে চেন্নাইয়ের মাটিতে মহেন্দ্র সিং ধোনিদের পরাজিত করে হুংকার দিয়েছেন পাঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান। ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,’চেন্নাইয়ে এসে মহেন্দ্র সিং ধোনিকে হারানো মোটেও সহজ কাজ নয়। যখন তাকে পরাজিত করা যায় তখন মনে আলাদা প্রশস্তি উৎপন্ন হয়। বিগত ম্যাচে হারার পর এই ম্যাচটিতে জয় নিশ্চিত করা আমাদের জন্য প্রয়োজনীয় ছিল। কারণ এই ম্যাচের ওপর নির্ভর করেছিল আমরা কিভাবে সুপার ফোরে পৌঁছাব।’