Categories: দেশনিউজ

BIG NEWS: সব আশা শেষ! ল্যান্ডার বিক্রম নিয়ে কি খবর দিল ISRO, জেনে নিন!

Advertisement

Advertisement

২০১৯ সালে ২২ শে ফেব্রুয়ারী ভারতের শ্রীহরিকোট্টা থেকে ISRO এর পক্ষ থেকে উৎক্ষেপন করা হয় চন্দ্রযান-২। ৭ই সেপ্টেম্বর চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রম চাঁদের বুকেতে নামবে উৎসাহিত ছিল সকল ভারতবাসী। কিন্তু ৭ই সেপ্টেম্বর রাতে, সময় যখন ঘড়ির কাঁটায় ১১ টা তখন ভারতের উপর নেমে আসে ঘন কালো অন্ধকার। ISRO এর সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিক্রমের। অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে ব্যর্থ হয় ISRO।

Advertisement

ISRO যখন ব্যর্থ, তখন নাসা তার সাহায্যের হাত বাড়িয়ে দেয় বিক্রমের সাথে যোগাযোগ করার জন্য। কিন্তু শেষ রক্ষা আর হল না। কোনও প্রকার যোগাযোগ করা গেলো না বিক্রমের সাথে। নাসার অরবিটারে ধরা দিলো না বিক্রমের অবস্থান।

Advertisement

এর কারণ হিসেবে জানানো হয় যে, চাঁদে এখন টানা ১৪ দিন রাত চলবে। ঠান্ডায় চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রমের সোলার প্যানেলগুলি এখন মৃত। চাঁদের উপরিপৃষ্ঠ এখন যেন ধোঁয়ায় ভরে আছে। ISRO জানিয়েছে, আর বিক্রমের খোঁজ করা হবে না।

Advertisement
Tags: ISRO

Recent Posts