Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Israel-Iran War: ইসরায়েলের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের সমর্থনে চীন

ইজরায়েল এবং ইরানের মধ্যে উত্তপ্ত সামরিক সংঘর্ষ ফের ঘনীভূত হল। জুন মাসের ১৩ তারিখে শুরু হওয়া ‘অপারেশন রাইজিং লায়ন’-এর মাধ্যমে মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়েছে অস্থিরতা, আর সেই প্রভাব পৌঁছেছে আন্তর্জাতিক…

Avatar

ইজরায়েল এবং ইরানের মধ্যে উত্তপ্ত সামরিক সংঘর্ষ ফের ঘনীভূত হল। জুন মাসের ১৩ তারিখে শুরু হওয়া ‘অপারেশন রাইজিং লায়ন’-এর মাধ্যমে মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়েছে অস্থিরতা, আর সেই প্রভাব পৌঁছেছে আন্তর্জাতিক পরিসরেও।

ইজরায়েল সরকার জানিয়েছে, এই অভিযানে অংশ নিয়েছে ২০০-রও বেশি যুদ্ধবিমান, যেগুলি ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ফেলা হয়েছে প্রায় ৩৩০টি বোমা। প্রাথমিক লক্ষ্য ছিল নাতাঞ্জ, এসফাহান, আরাক, ফরদো-সহ একাধিক পরমাণু কেন্দ্র এবং সেনা ও প্রশাসনিক শীর্ষ নেতাদের ঘাঁটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইরান দাবি করেছে, এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭৮ থেকে ৯০ জন, যার মধ্যে রয়েছেন ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর কমান্ডার হোসেন সালামি, ইরানি সেনাবাহিনীর প্রধান মহম্মদ বাঘেরি, উপপ্রধান গোলাম আলি রাশিদ এবং বিশিষ্ট বিজ্ঞানীরা। আহত হয়েছেন প্রায় ৩২০ জনের বেশি মানুষ।

জবাবে, ইরান ছুড়ে দেয় একাধিক ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল। লক্ষ্য ছিল ইজরায়েলের রাজধানী তেল আভিভ-সহ বিভিন্ন শহর। ইজরায়েল তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে বেশিরভাগ হামলা প্রতিহত করতে সক্ষম হলেও, কয়েকটি মিসাইল ঢুকে পড়ে শহরের অভ্যন্তরে। এতে ৩ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৪০–৮০ জন। উভয় দেশই আকাশপথ বন্ধ করে দিয়েছে এবং সাধারণ মানুষকে বাঙ্কারে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ব জুড়ে বাতিল হয়েছে একাধিক ফ্লাইট এবং আন্তর্জাতিক বিমান পরিষেবায় জারি হয়েছে সতর্কতা।

বিশ্ব প্রতিক্রিয়া:

যুক্তরাষ্ট্র এই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে, যদিও প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, এই পরিকল্পনার খবর আগেই ছিল তাঁর কাছে। চিন এবং রাশিয়া ইজরায়েলের পদক্ষেপের নিন্দা করেছে। ইরান রাষ্ট্রসংঘের কাছে অভিযোগ জানিয়েছে।

এই সামরিক সংঘর্ষ এমন সময়ে শুরু হল, যখন পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা ইতিমধ্যেই ভঙ্গুর অবস্থায় রয়েছে। ফলে এই হিংসা নতুন করে কূটনৈতিক অচলাবস্থার আশঙ্কা বাড়াচ্ছে।

প্রশ্নোত্তর (FAQ):

১. ইজরায়েলের এই অপারেশনের নাম কী এবং কবে শুরু হয়?
এই সামরিক অভিযানটির নাম ‘অপারেশন রাইজিং লায়ন’, শুরু হয়েছে ১৩ জুন, ২০২৫ তারিখে।

২. এই হামলায় ইরানে কতজন নিহত ও আহত হয়েছেন?
ইরানের দাবি, প্রায় ৯০ জন নিহত এবং ৩২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

৩. ইরান কীভাবে প্রতিশোধ নিয়েছে?
ইরান ইজরায়েলের দিকে ছুঁড়েছে ১০০-র বেশি ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল।

৪. ইজরায়েলে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে?
ইজরায়েলে অন্তত ৩ জনের মৃত্যু এবং ৪০–৮০ জন আহত হয়েছেন।

৫. এই সংঘর্ষের ফলে আন্তর্জাতিক রাজনীতিতে কী প্রভাব পড়তে পারে?
পরমাণু আলোচনা ভেস্তে যেতে পারে, এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফের অনিশ্চিত হয়ে উঠতে পারে।

About Author