গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমানের কাটোয়ার জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ইসলামপুর জি এন বি ইনস্টিটিউশনের ছাত্র-ছাত্রীরা ডেঙ্গু বা পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে একটি সচেতনতা মূলক পদযাত্রা করল বৃহস্পতিবার
এদিন বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে ইসলামপুর গ্রাম প্রদক্ষিণ করে।
এই সচেতনতামূলক পদযাত্রায় উপস্থিত ছিলেন শিক্ষক নূরল হাসান, শিক্ষক প্রসূন শর্মা সামন্ত, শিক্ষক বিশ্বজিত মুখোপাধ্যায়, শিক্ষক সজল ঘোষ, শিক্ষক সঞ্জয় কুমার মণ্ডল, শিক্ষক বলরাম মণ্ডল, শিক্ষক গিরিন মণ্ডল সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপদযাত্রায় ছাত্র-ছাত্রীরা শ্লোগান দিয়ে বলে, এলাকায় কোনো রকম জল জমতে দেওয়া যাবে না, দ্রুত জমা জল নিকাশী করে দেওয়া দরকার। কারণ জমা জল থেকেই ম্যালেরিয়া, ডেঙ্গু মশা তৈরি হয়।এখন স্বাস্থ্য দপ্তরে বিনামূল্যে ম্যালেরিয়া রোগের চিকিত্সা করা হচ্ছে তাই ভয়ের কোনো কারণ না থাকলেও সকলকে সচেতন হতে হবে এইসব রোগের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে।
অব্যবহৃত টায়ার খোলা জায়গায় রাখব না। বাড়ির আশেপাশে কলাগাছ লাগব না। নর্দমা,পুকুর, ক্যানেল ইত্যাদিতে কোনো আর্বজনা ফেলব না। পাড়ার পুকুরগুলিতে পানা, বিশেষভাবে টোপাপানা জন্মাতে দেব না। অব্যবহৃত সমস্ত পাত্র উল্টে দেব। যেকোনো রকম জ্বর হলেই ডাক্তারের পরামর্শ নেব। সারাবছর রাত্রে মশারি টাঙিয়ে শোব। ফুলদানির জল ও রেফ্রিজারেটরের নিচের ট্রে তে জমা জল ঘন ঘন ফেলে দেব।