ঈশিতা দত্ত সেট বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। কদিন আগে পর্যন্তও মিডিয়ার পাতায় নিজের অভিনীত ছবি ‘দৃশ্যম ২’ নিয়ে চর্চায় ছিলেন। ছবিতে অজয় দেবগনের মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। ছবিতে তার মায়ের ভূমিকায় ছিলেন শ্রিয়া স্মরণ। তার বোনের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল ম্রুণাল জাদভকে। ২০১১ সাল থেকে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও একাধিক কাজ করেছেন অভিনেত্রী। ‘এক ঘার বানায়েঙ্গে’, ‘বেপানহা পেয়ার’, ‘থোরাসা বাদল থোরাসা পানি’র মতো ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তবে এই মুহূর্তে একেবারে ভিন্ন একটি কারণের সূত্র ধরেই চর্চার আলোয় রয়েছেন ঈশিতা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now২০১৭ সালে বাৎসাল শেঠের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। বিয়ের ৬ বছর পর নিজেদের জীবনে নতুন সদস্যের আসার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ৩১’শে মার্চ প্রথমবারের জন্য সকলের সাথে ভাগ করে নিয়েছিলেন এই তারকা জুটি। একাধিক ফটোশুটে বেবিবাম্প শোঅফ করতেও দেখা গিয়েছিল তাকে। আর সেই সুখবর পাওয়ার পর থেকে সকলেই নতুন সদস্যের ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষাতেই দিন গুণছিলেন। এবার সেই সুখবরই প্রকাশ্যে।
ইতিমধ্যেই মিডিয়া সূত্রে জানা গিয়েছে, গত বুধবার ১৯’শে জুলাই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অজয় দেবগনের অনস্ক্রিন কন্যা ঈশিতা দত্ত। দীর্ঘ অপেক্ষার পর বাবা হলেন বাৎসালও। ই-টাইমস অনুযায়ী মা ও শিশু দুজনেই আপাতত সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। তবে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে অফিসিয়াল কোন তথ্য দেননি এই তারকা জুটি। বলাই বাহুল্য, তাদের পোষ্টের অপেক্ষাতেই এখন তাদের অগণিত ভক্তমহল। ইতিমধ্যেই এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাদের শুভেচ্ছাবার্তায় ভরাচ্ছেন সাধারণ থেকে তারকামহলের একাংশ।