Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্নানঘরে সেলফি তুললেন অভিনেত্রী ইশা গুপ্তা, ঝড় উঠল নেট দুনিয়ায়

অভিনেত্রী ঈশা গুপ্তা মানেই ‘বম্বশেল’ লেডি। এবার স্নানঘরে সেলফি তুলে ইন্সটাগ্রামে পোস্ট করলেন ঈশা। আপাতত নেটিজেনরা তা নিয়ে বিতর্কের বন‍্যা বইয়ে দিয়েছেন। পাশাপাশি ঈশার ছবিটি ভাইরাল হয়ে চলেছে নেট দুনিয়ায়।…

Avatar

অভিনেত্রী ঈশা গুপ্তা মানেই ‘বম্বশেল’ লেডি। এবার স্নানঘরে সেলফি তুলে ইন্সটাগ্রামে পোস্ট করলেন ঈশা। আপাতত নেটিজেনরা তা নিয়ে বিতর্কের বন‍্যা বইয়ে দিয়েছেন। পাশাপাশি ঈশার ছবিটি ভাইরাল হয়ে চলেছে নেট দুনিয়ায়। নিজের জন্মদিনে ঈশা গুপ্তা ইন্সটাগ্রামে নিজের বেশ কিছু ‘হট’ ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিগুলিতে কখনও তাঁকে দেখা গেছে ডেনিম পপ-আপ ড্রেসে, কখনও আবার হট বিকিনিতে। ঈশা গুপ্তা তাঁর ছবির জন্য নেটিজেনদের কাছে চর্চার বিষয় হয়ে উঠেছেন। ঈশার ছবিগুলিতে পপ কিংবদন্তি ম্যাডোনার স্টাইলের ছোঁয়া রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

1985 সালের 28শে নভেম্বর দিল্লীতে ঈশার জন্ম। 2007 সালে মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল হওয়ার পর বলিউডের জনপ্রিয় হিন্দি ফিল্ম ‘জন্নত 2’ তে অভিনয় করেছিলেন ঈশা। ঈশার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। ‘জন্নত 2’-তে ইমরান হাশমি ও ঈশার জুটি দর্শকমহলে জনপ্রিয় হয়।এরপর ‘রাজ 3’-তে ঈশার অভিনয়শৈলী প্রশংসনীয় হয়। ‘রাজ 3’-এর পর ‘রুস্তম’, ‘বাদশাহী’, কমান্ডো ছবিতে অভিনয়ের জন্য ঈশা সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। 2014 সালে টাইমস-এর বিশ্বের সেরা 50 প্রভাবশালী মহিলাদের তালিকায় 15 নম্বরে ছিলেন ঈশা। মহেশ ভাট ঈশাকে বলেছিলেন ‘বলিউডের অ্যাঞ্জেলিনা জোলি’।

ইদানিং ঈশা বহু ফিটনেস সংক্রান্ত ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ঈশা প্রমাণ করে দিয়েছেন, ‘টার্নিং 30’ মানে ফুরিয়ে যাওয়া নয়, বরং আরও দৃপ্ত হয়ে জ্বলে ওঠা। ঈশার জবানিতে অনেককেই প্রশ্ন করা যায় তাদের যারা বলেন মেয়েরা নাকি কুড়িতে বুড়ি! তাদের দিকে প্রশ্নবাণ ছুঁড়ে দেওয়া যায়, যেসব পরিচালকরা নায়িকার বয়স ধার্য করেন 20-26 বছর। প্রশ্নবাণ ছুঁড়ে দেওয়া যায় সেই সমস্ত অ্যাড মেকারদের দিকে যাঁরা মডেলিং-এর জন্য ফিমেল মডেলের বয়স নির্ধারিত করেন 20-23-এর মধ্যে। আর কবে মানসিক দিক থেকে আধুনিক হবেন আপনারা? যেদিন ঈশার মতো অভিনেত্রীরা আপনাদের রিজেক্ট করবে?

About Author