Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজনীতিতে যোগদান করছেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যা বললেন সনু সুদ…

অভিনেতা এবং সমাজকর্মী সনু সুদ শুক্রবার দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। কেজরিওয়ালের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠকের পর সরাসরি একটি সাংবাদিক বৈঠকে কেজরিওয়ালের সঙ্গে তাকে মঞ্চ ভাগ করে নিতে…

Avatar

By

অভিনেতা এবং সমাজকর্মী সনু সুদ শুক্রবার দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। কেজরিওয়ালের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠকের পর সরাসরি একটি সাংবাদিক বৈঠকে কেজরিওয়ালের সঙ্গে তাকে মঞ্চ ভাগ করে নিতে দেখা গেল। অরবিন্দ কেজরিওয়াল তাকে দিল্লির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করলেন। পাশাপাশি, দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাতের পর থেকেই জল্পনা শুরু হয়েছে, সনু হয়তো এবারে রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন। আগামী বছর এই সময় পাঞ্জাবে নির্বাচন হওয়ার কথা। এই পরিস্থিতিতে সোনু সুদের দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা-সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে রাজনৈতিক মহলের কাছে।

গতবছর করোনাভাইরাস এর সময় থেকে সোনু সুদ সমাজের সকলের কাছে একজন আইকন হয়ে উঠেছেন। তারপর থেকেই অনেকেই তাকে বলেছিলেন যেন তিনি রাজনীতিতে যোগদান করেন। তারপরই হঠাৎ আজকে কেজরিওয়ালের সঙ্গে দেখা-সাক্ষাৎ এবং তার সঙ্গে দীর্ঘক্ষণের বৈঠক।তাহলে কি সত্যিই রাজনীতিতে যোগদান করছেন সনু। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যদিও সোনু সুদ এই সম্ভাবনা সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সনু বলছেন, ‘এই বৈঠকের মধ্যে কোন কিছুই রাজনৈতিক ছিল না। আমি প্রথম থেকেই রাজনীতির ব্যাপারে আমার অভিমত জানিয়ে এসেছি। রাজনীতি অবশ্যই একটি ভালো জায়গা। রাজনীতি করলে আপনারা সরাসরি মানুষের সাহায্য করতে পারবেন। আপনি ভালো কাজ করতে পারবেন মানুষের জন্য।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সোনু সুদ নিজেই জানালেন, তিনি ইতিমধ্যেই বেশ কিছু রাজনৈতিক দলের তরফ থেকে রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন। তিনি বললেন, ‘ হ্যাঁ আমি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে রাজনীতিতে যোগদান করার প্রস্তাব পেয়েছি কিন্তু এখনই আমি রাজনীতিতে যোগদান করা নিয়ে কোনোরকম মনস্থির করে উঠতে পারিনি।’ তবে আজকের বৈঠক থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভূয়সী প্রশংসা করলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেজরিওয়ালের প্রশংসা করে সনু সুদ বললেন, ‘শুধু আমি নই, বরং সারাদেশ দেখেছে ভারতের রাজধানীতে কি হয়েছে। কিন্তু যদি আপনার কাছে দুর্দান্ত ব্যক্তিত্ব এবং দূরদর্শিতা থাকে, তাহলে আপনি সমস্ত সমস্যাকে কাটিয়ে উঠতে পারবেন এবং মানুষের ভালো করতে পারবেন।’ আজকের বৈঠকে আমরা দেখলাম, অরবিন্দ কেজরিওয়াল এবং সনু সুদ, দুজনে বেশ ভালো বন্ধু হয়ে উঠেছেন। আজকের বৈঠকের পর থেকেই অনেকে মনে করছেন আস্তে আস্তে রাজনীতির দিকে পা বাড়াতে শুরু করেছেন সনু সুদ।

About Author