Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আঙুলে জলজল করছে হিরের আংটি, তবে কি বিয়ে সেরে ফেললেন মৌনি রায়?

কিছুদিন আগেই ৩৫ এ পা দিয়েছেন 'নাগিন' খ্যাত মৌনি রায়। মালদ্বীপ গিয়ে জন্মদিনের অনুষ্ঠান সেলিব্রেট করেন মন্দিরা বেদির সঙ্গে। এবারে দিলেন নতুন ঝলক। মৌনির আঙুলে জলজল করছে এনগেজমেন্ট রিং। তবে…

Avatar

কিছুদিন আগেই ৩৫ এ পা দিয়েছেন ‘নাগিন’ খ্যাত মৌনি রায়। মালদ্বীপ গিয়ে জন্মদিনের অনুষ্ঠান সেলিব্রেট করেন মন্দিরা বেদির সঙ্গে। এবারে দিলেন নতুন ঝলক। মৌনির আঙুলে জলজল করছে এনগেজমেন্ট রিং। তবে কি বিয়ে হয়ে গেল মৌনি রায়ের?

আঙুলে জলজল করছে হিরের আংটি, তবে কি বিয়ে সেরে ফেললেন মৌনি রায়?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মৌনির অনামিকায় জলজল করছে হীরের আংটি। বাঙালি অভিনেত্রীর এমন কিছু ছবি পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে বি টাউনে।

আঙুলে জলজল করছে হিরের আংটি, তবে কি বিয়ে সেরে ফেললেন মৌনি রায়?

অনেকে ভাবছেন অভিনেত্রী বুঝি চুপি চুপি বাগদান পর্ব সেরে নিয়েছেন। কিন্তু গুঞ্জনের অবসান হয়েছে। মুখ খুলেছেন অভিনেত্রী।

আঙুলে জলজল করছে হিরের আংটি, তবে কি বিয়ে সেরে ফেললেন মৌনি রায়?

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার পাশাপাশি মৌনি লেখেন, “বিশ্বাস করা যাচ্ছে না, অবশেষে ভারতে এমন একটি ব্র্যান্ড এসেছে, যারা শুধুমাত্র এনগেজমেন্ট রিং-ই তৈরি করে। ওদের কালেকশন আমার নজরে রয়েছে, আপনিও দেখতে পারেন।” “Can’t believe that finally there is one Brand in India which is specialised in Engagement Rings. I am drooling over their collection. why don’t you checkout yourself?”

আঙুলে জলজল করছে হিরের আংটি, তবে কি বিয়ে সেরে ফেললেন মৌনি রায়?

অভিনেত্রী আরও লেখেন, “আপনি এখন ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন এবং আপনার আংটির নকশাটিও নিজের পছন্দ মত বানাতে পারেন। ওখানকার অভিজ্ঞতা সম্পন্ন লোকজন আপনাকে বাগদানের আংটিটি বেছে নেওয়ার জন্য পরামর্শ দেবেন।”

আঙুলে জলজল করছে হিরের আংটি, তবে কি বিয়ে সেরে ফেললেন মৌনি রায়?

খুব শীঘ্র রণবীর-আলিয়ার সঙ্গে দেখা যাবে মৌনি রায়কে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে।

About Author