কলকাতা: নীতি আয়োগের বৈঠকে রাজ্যের তরফ থেকে উপস্থিত ছিলেন না কেউই। শুক্রবারই (Friday) জানা গিয়েছিল যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৈঠকে থাকবেন না। তবে তাঁর বদলে থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)। কিন্তু আজ, শনিবার (Saturday) নবান্নের (Nabanna) তরফে কেউই উপস্থিত থাকলেন না।
উল্লেক্ষ, প্রথম থেকেই যোজনা কমিশন ভেঙে নীতি আয়োগ তৈরির বিরোধিতা করে আসছেন মুখ্যমন্ত্রী। নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানেও বলেন, “যোজনা কমিশন রেখেও নীতি আয়োগ তৈরি করা যেত”। নীতি আয়োগ তৈরি হওয়ার পর প্রতি বছর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী (PM Modi)। কোভিডের কারণে গত বছর এই বৈঠক হয়নি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএক বছর পর আজ ফের সেই বৈঠক হয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মোদী। তবে সেই বৈঠকে উপস্থিত ছিলেননা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও যোগ দেননি আজকের বৈঠকে। উল্লেখ্য, এর আগেও নীতি আয়োগের বৈঠক এড়িয়েছিলেন মমতা।