Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মহেশ ভাট কি সত্যি অসুস্থ? কী বলছে মহেশ ভাটের পরিবার? জানুন

বেশ অনেক বছর পর ‘সড়ক ২’ ছবি দিয়ে পরিচালনায় কামব্যাক করছেন মহেশ। কিন্তু তাঁর আগে থেকেই সুশান্ত আত্মহত্যা মামলায় পরোক্ষ ভাবে নাম জড়িয়েছেন মহেশ ভাট।এদিকে রিয়া ও মহেশ ভাটের চ্যাট…

Avatar

বেশ অনেক বছর পর ‘সড়ক ২’ ছবি দিয়ে পরিচালনায় কামব্যাক করছেন মহেশ। কিন্তু তাঁর আগে থেকেই সুশান্ত আত্মহত্যা মামলায় পরোক্ষ ভাবে নাম জড়িয়েছেন মহেশ ভাট।এদিকে রিয়া ও মহেশ ভাটের চ্যাট প্রকাশ্যে আসার পর একটি পোস্ট সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছিল – ‘গুরুতর অসুস্থ মহেশ ভাট। বুকে ব্যথা নিয়ে ভর্তি রয়েছেন মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে’।

অবশ্য, মহেশ ভাটের পরিবারের সবাই সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি সম্পূর্ণ সুস্থ।তিনি ভাল আছেন। সুস্থ আছেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া হয় তা নিয়েও বেশ অসন্তুষ্ট ভাট পরিবারের সদস্যরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নেটাগরিকদের একাংশ এই প্রবীণ পরিচালকের খবর নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে পিছপা হননি। সত্যিই কী অসুস্থ তিনি? উত্তর হয়তো আপ্নারা পেয়েই গেছেন।

প্রসঙ্গত, নেপোটিজমের চক্করে সবচেয়ে বেশি ‘ডিজলাইকড’ ট্রেলার হিসেবেও ‘জায়গা’ করে নিয়েছে ‘সড়ক ২’। তবে কি এর জন্য ভুয়ো খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়?

About Author